শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০২:০৩ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধতা দিল এল সালভাদর

লিহান লিমা: [২] বিশ্বের প্রথম দেশ হিসেবে ডিজিটাল মুদ্রা বিটকয়েনকে বৈধতা দিয়েছে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্কবার্তার পরও এই সিদ্ধান্ত নেয় দেশটির কংগ্রেস। সিএনবিসি

[৩] সালভাদরের স্বীকৃতির পর বিটকয়েনের দর পূর্বের ২৪ ঘণ্টার তুলনায় এক লাফে ১৩ শতাংশ বেড়েছে। বুধবার এর মূল্য ছিলো ৩৭ হাজার ১৭৬ মার্কিন ডলার। ক্রিপ্টো ফান্ড ডিজিটাল অ্যাসেট ক্যাপিটাল ম্যানেজমেন্টের রিচার্ড গ্যালভিন বলেন, ‘বাজার এখন এল সালভাদরের দিকে ঝুঁকবে, অন্য দেশগুলোও এটিকে অনুসরণ করার বিষয়ে ভাববে।’

[৪]৮ জুন বিটকয়েনকে বৈধ মুদ্রার স্বীকৃতি দিতে প্রেসিডেন্ট নায়িব বুকেলে নিজেই কংগ্রেসে বিল উত্থাপন করেন। পরে বিলটি ৮৪-৬২ ভোটে পাস হয়। এর মাধ্যমে আগামী ৯০ দিনের মধ্যে বৈধ হিসেবে বিটকয়েনের ব্যবহার শুরু হবে। আইন অনুযায়ী, দেশটিতে পণ্য ও পরিষেবার ক্ষেত্রে অর্থ আদান-প্রদানে বিটকয়েন ব্যবহার বাধ্যতামূলক থাকবে। করও বিটকয়েনে দেয়া যাবে। পাশাপাশি মার্কিন ডলারও বৈধ মুদ্রা হিসেবে চালু থাকবে।

[৫]মার্কিন ডলারনির্ভর এল সালভাদরের অর্থনীতি অনেকটাই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর নির্ভর। বছরে গড়ে ৬’শ কোটি ডলার রেমিটেন্স দেশটির জিডিপি’র প্রায় এক পঞ্চমাংশ, অনুপাত হিসেবে যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ।

[৬]প্রেসিডেন্ট বুকেলে জানান, এর মাধ্যমে আর্থিক অন্তর্ভূক্তিতা আসবে, দেশে বিনিয়োগ, পর্যটনের বিকাশ ঘটবে, উদ্ভাবন ও অর্থনৈতিক উন্নয়ন আসবে। বিটকয়েনের ব্যবহার হবে ঐচ্ছিক এবং এর ফলে গ্রাহকের কোনো ঝুঁকি থাকবে না। তিনি আরো বলেন, প্রবাসী নাগরিকদের জন্য এ পদ্ধতিতে অর্থ পাঠানো সহজ হবে। দেশটির উন্নয়ন ব্যাংক ব্যান্ডসালের একটি ট্রাস্টের মাধ্যমে লেনদেনের সময় মুদ্রাগুলো ডলারে রুপান্তর করা যাবে।

[৭]এল সালভাদরের অর্থমন্ত্রী বলেন, আমাদের দেশের ৭০ শতাংশ নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট নেই। বিটকয়েনের বৈধতা দেশের বৃহত্তর অংশের মানুষকে অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে।

[৮] তবে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তটি আইএমএফের সঙ্গে দেশটির আলোচনাকে জটিল করে তুলতে পারে। সম্প্রতি এল সালভাদর আইএমএফের কাছে ১ বিলিয়ন ডলারের বেশি সহায়তা চেয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়