শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০১:০৬ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সু চির বিরুদ্ধে দুর্নীতির নতুন অভিযোগ এনেছে মিয়ানমারের জান্তা সরকার

লিহান লিমা: [২] মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করার অভিযোগ এনেছে জান্তা সরকার। মিয়ানমারের দুর্নীতি দমন কমিশন জানায়, খিন কিই ফাউন্ডেশনের চেয়ারম্যান সু চি দাতব্য সংস্থার জন্য ভূমির অপব্যবহার করেছেন। গার্ডিয়ান

[৩]দেশটির রাষ্ট্রায়াত্ত গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, সু চি সহ তার সরকারের সাবেক বেশ কিছু কর্মকর্তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়। দুর্নীতি বিরোধী আইনের ৫৫ ধারায় গঠিত এই অভিযোগ প্রমাণিত হলে তার ১৫ বছরের জেল হতে পারে।

[৪]এর আগে তার বিরুদ্ধে ৬ লাখ ডলার নগদ অর্থ ও ১১ কেজি স্বর্ণালংকার গ্রহণের অভিযোগ আনা হয়। দুর্নীতির মামলা ছাড়াও তার বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতি, দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘন, অবৈধভাবে ওয়াকিটকি রাখায় রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়। তার সমর্থকরা বলছেন, এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

[৫]গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকেই দেশটিতে প্রতিনিয়ত বিক্ষোভ চলছে। ক্রমগত গণধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশটির অর্থনীতি। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকাগুলোতে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠিগুলোর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে প্রতিনিয়তই হতাহতের ঘটনা ঘটছে। সেনাবাহিনী রাস্তায় ল্যান্ড মাইন পুঁতে রেখেছে, নিরাপত্তা চৌকি স্থাপন করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে। বৃহস্পতিবার ‘ডক্টর উইদাউটস বর্ডার’ জানায়, দেশটির দেওয়াইতে সংস্থাটির সব কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে জান্তা সরকার। যা কি না এই শহরের আড়াই হাজারের বেশি এইচআইভি আক্রান্তদের ঝুঁকিতে ফেলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়