শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ১২:৫৯ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ১২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গজারিয়ায় ভবেরচর বাজারে খাস কালেকশনে অনিয়ম, বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত সরকার

নেয়ামূল হক নয়ন: [২] মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভবেরচর বাজারে কয়েকটি ভাগে বাৎসরিক হাট-বাজারের ইজারা প্রদান করে থাকে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় বাংলা ১৪২৮ সালের পহেলা বৈশাখ হতে কোন প্রকার ইজারার তালিকায় নেই কোন প্রতিষ্ঠান এই হাট বাজারে।

[৩] তাই নিয়ম অনুসারে সরকারি রাজস্ব আদায়ের জন্য উপজেলা প্রশাসনের নির্দেশনায় সরকারি কর্মচারীদের মাধ্যমেই খাস কালেকশনের অর্থ আদায় করা হয়। প্রতিদিন সকালবেলা কাঁচা বাজার, মাছ মাংসের বাজার ও দুধ বিক্রির বাজার হতে কত টাকা উত্তোলন করা হয়, কত টাকা উপজেলা প্রশাসনে জমা দেওয়া হয়, তা দেখাতে পারিনি ভবেরচর ভূমি অফিসের নায়েব আব্দুল কাদির।

[৪] এমনকি প্রতিদিন সকালবেলা কাঁচা বাজার ও মাছ বাজারের খাজনার আদায়ের অর্থ ২০০ টাকা বেতনে দুজন বাহিরের লোক দ্বারা আদায় করে নায়েব আব্দুল কাদিরের নিকট জমা দেওয়া হয়। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার অথবা অন্যকোন বন্ধের দিনের খাজনা আদায়ের টাকা ভবেরচর ভূমি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী নেছর উদ্দিন এর নিকট জমা রাখা হয়। সে অর্থ ও নাকি কম দেখিয়ে নায়েব সাহেবের নিকট জমা দেয় এমনটাই জানালেন ভূমি অফিসের অন্যান্য কর্মচারীরা। আদায়কৃত অর্থ উপজেলা প্রশাসন বা ব্যাংকে কত জমা দেন তাহার সঠিক কোন হিসাব দেখাতে পারিনি নায়েব আব্দুল কাদির।

[৫] সহকারী ভূমি অফিসার আব্দুল কাদের বিরুদ্ধে বেশ কয়েকবার অনিয়মের সংবাদ দৈনিক ও সাপ্তাহিক কয়েকটি পত্রিকায় সংবাদ প্রচার হওয়ার পরেও উর্দ্ধতন কর্তৃপক্ষ তাহার বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা না নেওয়ার কারণে অনিয়ম ও দুর্নীতি করে পার পেয়ে যায়। প্রতি মঙ্গলবার সাপ্তাহিক গরু ও ছাগল ক্রয়-বিক্রয় হাট হতে সরকারি নির্দেশনা মতে যে পরিমাণ রাজস্ব আদায় করার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না হাটে।

[৬] সরেজমিনে গিয়ে দেখা যায় যে খাস কালেকশনে কানুনগো সিরাজুল ইসলাম ও সহযোগী ভবেরচর ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী। বেশ কয়েকজন ক্রেতা গরু ছাগল ক্রয় করে নির্ধারিত অর্থের চেয়ে কম অর্থ এমনকি কোন প্রকার অর্থ না দিয়েই চলে যায়। তৎক্ষণাৎ কর্তব্যরত আনসার বাহিনী ও আদায়কারীদের নিকট জানতে চাইলে জানান তারা নাকি সরকারি লোক এজন্য তারা অর্থ প্রদান করেননি।

[৭] এ ব্যাপারে ভবেরচর ভূমি অফিসের নায়েব আব্দুল কাদের কে অবগত করলে তিনি জানান সরকারি কোন দপ্তরের লোক এরকম করতে পারে না। তার এই কথার সূত্র মতে বিগত কয়েকটি নিয়মিত ও সাপ্তাহিক হাটের খাস কালেকশনের অর্থ আদায়র নিয়মিত তালিকা বা রশিদ সংবাদকর্মীদের দেখাতে বিভিন্ন অজুহাতে অফিস কক্ষ হতে বাহিরে চলে যায়। দীর্ঘক্ষন তার অপেক্ষায় থাকার পরে অফিসে না এসে ভূমি অফিসের কর্মচারীদের মাধ্যমে অনিয়মের সংবাদ না ছাপাতে বিভিন্ন (প্রকার) প্রস্তাব দেয়।

[৮] বাজারে আসা গরু ও ছাগল ক্রয়-বিক্রয়ের পাইকারদের কতটি গরু ও ছাগল প্রবেশ করল ও কতটি বিক্রয় শেষে ফেরত নিয়ে গেল তাহা প্রতি সপ্তাহেই পাইকের দের সাথে গোপনে লেনদেন করে থাকে বলে এমনি জানা যায় আব্দুল কাদের বিরুদ্ধে। তার দুর্নীতি ও অনিয়মের কারণে এই হাটবাজারের বিপুল সংখ্যক রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে সরকার। সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ছাগল ক্রয় করে নিয়ে যাওয়ার মুহূর্তে টাকা প্রদান না করে যাওয়ার কারণ জানতে চাইলে কানুনগো জানান নায়েব আব্দুল কাদের সাহেবের পরিচয় প্রদান করে বলে স্যারে বলছে কম টাকা রাখেন। তার সত্যতা তার অফিস কক্ষে বসা অবস্থায় কয়েকজন গরু ক্রয়ের পাইকার এমন নির্ধারিত অর্থের চেয়েও কম দিতে অনুমতি নিতে অফিসে আসেন। তৎক্ষণাৎ নায়েব আব্দুল কাদের কিংকর্তব্য বিমখ হয়ে পড়েন। সাথে সাথে ফোনের অজুহাত দেখিয়ে অফিস থেকে বাহির হয়ে যান।এ ব্যাপারে সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান সরকারি কর্মচারীরা সরকারি নির্দেশনা অমান্য করতে পারে না। তবে এ ব্যাপারে অনিয়মের অভিযোগের ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়