শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ সপ্তাহে ১ দিন ক্লাস পরিচালনায় অনুমতির দাবি

শরীফ শাওন: [২] বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জানায়, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১৩ জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। প্রস্তাবিত বাজেটের পাশাপাশি করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডাগার্টেনগুলো পুনর্বাসনে আর্থিক বরাদ্দের ব্যবস্থা নিতে হবে।

[৩] বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচিতে সংগঠনের মহাসচিব মো. মিজানুর রহমান সরকার বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেনগুলো শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী ও সময়োপযোগী ভূমিকা পালন করছে। এছাড়াও বেকার সমস্যা দূরীকরণেও ভূমিকা রাখছে।

[৪] মিজানুর রহমান বলেন, বর্তমানে ৪০ হাজার কিন্ডারগার্টেনে প্রায় এক কোটি শিক্ষার্থী রয়েছে। এসকল প্রতিষ্ঠান না থাকলে শতভাগ শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে সরকারকে আরও প্রায় ৩০ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হতো। এতে প্রতি বছর শত শত কোটি টাকা ব্যয় হতো।

[৫] করোনায় কিন্ডারগার্টেনগুলোর দুরবস্থার চিত্র জানিয়ে বলেন, সরকারের সহযোগিতা না পেলে দেশের ৭৫ শতাংশ কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়