শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:২৬ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনিয়মের অভিযোগে স্বেচ্ছা ছুটিতে পাঠানো হল দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রীকে

জুয়েল রানা: [২] দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামফোসা মঙ্গলবার তার স্বাস্থ্যমন্ত্রী, জুয়েলি মখাইজকে বিশেষ ছুটিতে পাঠিয়েছেন। তার বিরুদ্ধে কোভিড-১৯ সম্পর্কিত নানাবিধ অনুমোদনহীন চুক্তির অভিযোগ আনা হয়েছে।রয়টার্স
[৩] তীব্র জনরোষের মুখে পড়ে এর আগে মখাইজ সবার সামনে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু সম্প্রতি কোভিড-১৯ সম্পর্কিত একটি দরপত্র নিয়ে তিনি যে চুক্তিটি করেছেন সেটিতে সাধারণ মানুষ অনেক ক্ষতির মুখে পড়বে। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
[৪] রাষ্ট্রপতি রামফোসা যদিও এই মহামারীতে আর পরিষদের কাউকে ছুটি না দেয়ার ঘোষণা করেছিলেন, তবুও তিনি তার স্বস্থ্যমন্ত্রীকে ছুটি দিয়েছেন। তিনি বলেছেন, এই ছুটি তাকে এই ব্যাপারের সত্যতা উদঘাটন ও তদন্তে সহায়তা করবে।
[৫] মখাইজ বলেছেন, ‘আমি এই চুক্তির কারণে জনসাধারণের ক্ষোভের পুরোপুরি স্বীকৃতি জানাচ্ছি ।‘ কোভিড-১৯ এর বিরুদ্ধে আমাদের যে সম্মিলিত প্রচেষ্টা চলমান সেটাতে মানুষের এই নেতিবাচক মন্তব্য আমাদের কাজকে স্থিতিশীল করে দিয়েছে। আর আমি এটার জন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি।
[৬] কেন্দ্র থেকে জানানো হয়েছে যে, পর্যটনমন্ত্রী কুবুয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন।
[৭] তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে যে ,তাদের তদন্ত প্রায় শেষের দিকে। সম্পূর্ণ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রাষ্ট্রপতি পরবর্তী পদক্ষেপ জানাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়