শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১২:২৭ রাত
আপডেট : ০৯ জুন, ২০২১, ১২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যশোরে পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার, স্বামী-স্ত্রীসহ আটক-৬

নিজস্ব প্রতিবেদক: [১] যশোর কোতয়ালি থানা, ডিবি ও চাঁচড়া ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ৭ বোতল ফেনসিডিল ও সাড়ে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এসময় স্বামী-স্ত্রীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া মালোপাড়ার মৃত আকমল দর্জি ওরফে নান্নুর ছেলে শফিকুল ইসলাম ওরফে বাবু, চাঁচড়া ডালমিল আদর্শপাড়ার ইউনুছ আলীর ছেলে রাফশান হাসান ওরফে লিমন, বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত দিঘীর পাড়ের নাসির উদ্দিনের স্ত্রী তানিয়া আক্তার নাসরিণ ও বরিশাল জেলার সদর উপজেলার কাউনিয়া ব্রাঞ্জ রোড বর্তমানে যশোর সদর উপজেলার তপসীডাঙ্গা মাদ্রাসা মোড় মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুস সাত্তার মাস্টারের ছেলে নাসির উদ্দিন, যশোর সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়ার আবুল হোসেনের  স্ত্রী মোছাঃ রেহেনা ও বেনাপোল পোর্ট থানার অন্তর্গত সাদীপুর গ্রামের সুধীর মন্ডলের ছেলে শ্রী নেপাল মন্ডল।

[২]চাঁচড়া ফাঁড়ী পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ৭ জুন বিকেলে চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে থেকে গোপন সূত্রে খবর পেয়ে শ্রী নেপাল মন্ডলকে ৫শ গ্রাম গাঁজা, কোতয়ালি থানা পুলিশ একই দিন বিকেলে সদর উপজেলার সীতারামপুর বাগানপাড়া আবুল হোসেনের বাড়ির সামনে থেকে স্ত্রী রেহেনাকে ১শ গ্রাম গাঁজা, কোতয়ালি থানা পুলিশ সোমবার দিবাগত গভীর রাত সাড়ে ১২টায় তপসীডাঙ্গা মাদ্রাসা মোড় মিজানুর রহমানের বাড়ির ৫ম তলার ভবনের পশ্চিম পার্শ্বে নাসির উদ্দিনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে স্বামী নাসির উদ্দিন ও তার স্ত্রী তানিয়া আক্তার নাসরিনকে গ্রেফতার করে। পরে তাদের ঘরের ওয়ারড্রপের ভিতর থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

[৩]এছাড়াও ডিবি পুলিশের ওসি সোমেন দাশ জানান, ডিবি পুলিশের একটি টিম সোমবার ৭ জুন সন্ধ্যায় শহরের ভোলা ট্যাংক রোড যশোর কাস্টমস এন্ড ভ্যাট অফিসের সামনে থেকে শফিকুল ইসলাম ওরফে বাবুকে ২৫ পিস ও  রাফশান হাসান ওরফে লিমনকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে আলাদা ৪টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ৮ জুন আদালতে সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়