শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ৪৮ কেন্দ্রে টিকা কর্মসূচি চালু রয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এ পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৪২ লাখ ২৮ হাজার ৭৪১। প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। সারাদেশে ১ কোটি ৫৪,৩১৯ ডোজ কোভিশিল্ড টিকা দেওয়া সম্পন্ন । মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

[৩] দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় ডোজ টিকা কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে। সারাদেশে করোনাভাইরাসের টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড। সেরামের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছিল তিন কোটি ডোজের। প্রতিমাসে সেখান থেকে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও এখন পর্যন্ত এসেছে মাত্র এক কোটি ২ লাখ ডোজ। ইপিআই সূত্রে আরও জানা যায় সারাদেশে টিকা নষ্ট হয়েছে শতকারা দুইশতাংশ । সে হিসাবে দেশে এখন টিকার ডোজ মজুত প্রায় শেষের দিকে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় ডোজ নেওয়া ৪২ লাখ ২৮৭৪১ জনের মধ্যে পুরুষ ২৭ লাখ ১৫৯৬জন নারী ১৫ লাখ ২৭,১৪৫ জন। প্রথম ডোজ টিকা ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। এপর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। অপর একটি সুত্রে জানা যায় ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার ব্যাপারে আশাবাদী অধিদপ্তর। এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৫৫৬৩ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়