শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৬ ওভারের ম্যাচে ইমরানের ছক্কা ঝড়ে উড়ে গেল সাকিবের মোহামেডান

নিজস্ব প্রতিবেদক: [২] ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২২ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বৃষ্টির কারণে মাত্র ৬ ওভারের ম্যাচে ব্যাট হাতে ছক্কা তাণ্ডব চালিয়েছেন টুর্নামেন্টে সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক ইমরানউজ্জামান। হাঁকিয়েছেন ৫টি বিশাল ছক্কা।

[৩] ৮ জুন মঙ্গলবার বিকেএসপিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির কারনে ৬ ওভার করে খেলার সিদ্ধান্ত আম্পায়াররা। প্রাইম দোলেশ্বর হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন ইমরান। মাত্র ১৪ বলে ৪১ রানের ইনিংস খেলেন ইমরান, হাঁকান ২টি চার ও ৫টি ছক্কা। এছাড়া শামীম ১৬ বলে ১টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ২৯ রান করে অপরাজিত থাকেন।

[৪] নির্ধারিত ৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে দোলেশ্বরের সংগ্রহ দাঁড়ায় ৭৮ রান।

[৫] জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় মোহামেডান। সাকিব দ্বিতীয় বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন ওপেনিংয়ে নামা শুভাগত হোমকে। তবে ইমনের মত তিনিও গোল্ডেন ডাকের শিকার হন শফিউল ইসলামের বলে।

[৬] শেষপর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ৫৫ রান। শেষ ওভারে আউট হওয়ার আগে সাকিব ১৪ বলে ২২ রান করেন। ২টি চার ও ১টি ছক্কা হাঁকালেও তা দলকে জয় এনে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। ইরফান শুক্কুর ৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। ১১ বলে ১৬ রান করে আউট হন নাদিফ চৌধুরী।

[৭] দোলেশ্বরের পক্ষে শফিউল একাই শিকার করেন তিনটি উইকেট।

[৮] সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : ৭৮/৪ (৬)
ইমরান ৪১, শামিম ২৯*
রাহী ৪/২, রুয়েল ২৪/১, সাকিব ২৭/১
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ৫৬/৪ (৬)
সাকিব ২২, নাদিফ ১৬, শুক্কুর ১১*
শফিউল ২২/৩, রাজা ১৯/১

  • সর্বশেষ
  • জনপ্রিয়