শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০১:১৪ রাত
আপডেট : ০৮ জুন, ২০২১, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে গ্রেপ্তার এড়াতে গ্রাম পুরুষ শূন্য

সনতচক্রবর্ত্তী: ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার আতঙ্কে একটি গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে

সোমবার ( জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, আলফাডাঙ্গা উপজেলার ৬নং পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের বাসিন্দারা গ্রেপ্তার আতঙ্কে বসতভিটা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন। গ্রেপ্তারের ভয়ে দিনের বেলায় হাতেগোনা কয়েকজন পুরুষকে দেখা গেলেও রাতে সে সংখ্যা নেমে আসে প্রায় শূন্যের কোটায়। বর্তমানে গ্রামের বেশিরভাগ বাড়িতে নারী শিশুরাই শুধু অবস্থান করছেন। বাজারেও অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। থানা পুলিশের নিয়মিত অভিযানে এলাকাজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে

স্থানীয়রা জানান, মামলায় শতাধিক অজ্ঞাত আসামি করার কারণেই গ্রামে  আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হোক। নিরীহ নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন

ধুলজুড়ি গ্রামের শিলা বেগম নামে এক নারী জানান, ‘আমার স্বামী পুলিশ আহতের খবর জানেও না। কিন্তু তাকে পুলিশ এই মামলার আসামি করেছে

খরশেদ শেখ নামে এক ব্যক্তি জানান, শনিবার রাতে শহীদ শেখ নামে এক ব্যক্তির বাড়ীতে আগুন লাগে। কিন্তু গ্রামে পুরুষ মানুষ না থাকায় আগুন নেভাতে অনেক কষ্ট হয়েছে। সোনিয়া বেগম নামে এক নারী জানান, সব সময় ভয়ে রয়েছি। পুলিশের ভয়ে বাড়িতে কোন পুরুষ সদস্য নেই। সবাই পালিয়ে রয়েছে বলে জানান তিনি

মামলার বিবরণ থেকে জানা যায়, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৬নং পাঁচুড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এম মিজানুর রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী খালিদ মোশাররফ রঞ্জুর মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষ মারামারির ঘটনা ঘটে আসছে। সম্প্রতি এনিয়ে দুপক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করে। পরে মামলায় উভয়পক্ষ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসে। এলাকায় এসে শুক্রবার ( জুন) সন্ধ্যায় ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের বেড়িরহাট বাজারে দুপক্ষ পুণরায় সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় উভয়পক্ষের ইটপাটকেলের আঘাতে এসআই মঞ্জুর হোসেন এএসআই মো. জামাল উদ্দিন আহত হয়

পরে এঘটনায় শনিবার ( জুন) সকালে আলফাডাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার বাদী হয়ে উপজেলার ৬নং পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমানসহ ৪৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১২০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলা নং- ০৩। ঘটনায় জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ

তবে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় আলফাডাঙ্গা থানার এসআই মঞ্জুর হোসেন এএসআই জামাল উদ্দিন বেড়িরহাট বাজারে গিয়ে ধুলজুড়ি গ্রামের বরকত নামে এক যুবকের এক হাতে হাতকড়া দেন। তখন বরকত আরেক হাত দিয়ে এসআই মঞ্জুরকে ঘুষি দেন। ওই সময় এএসআই জামালউদ্দিন ওই যুবককে ধরতে এগিয়ে গেলে তাকেও তখন হাতকড়া পরা হাত দিয়ে আঘাত করে ওই যুবক পালিয়ে যান। এছাড়া গ্রামে ওইদিন কোন দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেনি

এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, ‘দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদেরই গ্রেপ্তার করা হবে। এছাড়া কাউকে হয়রানি করা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়