শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ১১:৫৭ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ১১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমি আহমেদ: চীনের সিনোফার্ম ভ্যাকসিন নিয়ে আমি খুব একটা একসাইটেড নই!

রুমি আহমেদ : প্রথমত ভ্যাকসিন এফিকেসির দৌড়ে সিনোফার্ম ভ্যাকসিন প্রায় সবার পেছনে। দ্বিতীয়ত সিনোফার্ম ভ্যাকসিন সবচেয়ে মান্ধাতার আমলের টেকনোলজির ভ্যাকসিন। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন আর সিনোফার্ম ভ্যাকসিন একই টেকনোলজি হলো ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন।

তৃতীয়ত বাংলাদশের প্রথম ওয়েভের ভ্যাকসিনÑ কোভিশিল্ড সহ প্রধান সব কোভিড ভ্যাকসিনগুলো স্পাইক প্রোটিন বেসড ভ্যাকসিন। কোভিশিল্ড স্পাইক প্রোটিন ভ্যাকসিন, ফাইজার স্পাইক প্রোটিন ভ্যাকসিন, মডার্না স্পাইক প্রোটিন ভ্যাকসিন, জনসন জনসন স্পাইক প্রোটিন ভ্যাকসিন, স্পুটনিক স্পাইক প্রোটিন ভ্যাকসিন, নোভাভ্যাক্স স্পাইক প্রোটিন ভ্যাকসিন।

এখন যদি হেটারোলোগাস সেকন্ড ডোজ করতেই হয় মানে প্রথম ও সেকেন্ড ডোজ ভিন্ন ভ্যাকসিন দিতেই হয়Ñ তাহলেও প্রথম ও সেকন্ড ডোজ স্পাইক প্রোটিন ভ্যাকসিন হওয়াই থিওরেটিকালি প্রেফারেবল। বাংলাদেশে প্রথম ডোজ দেওয়া হয়েছে এস্ট্রাজেনেকা/সিরাম ইনস্টিটিউটের স্পাইক প্রোটিন ভ্যাকসিন কভিশিল্ড। এখন কভিশিল্ড পাওয়া না গেলে ন্যাচারাল সেকেন্ড চয়েজ হবে অন্য স্পাইক প্রোটিন ভ্যাকসিন। যেমন স্পুটনিক, জনসন জনসন, ফাইজার বা মডার্না। লেখক : সহযোগী অধ্যাপক, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল  ফ্লোরিডা কলেজ অফ মেডিসিন, যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়