শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে কিছুটা কমলেও খুলনায় বেড়েছে করোনা শনাক্ত ও মৃত্যু, হাসপাতালে ভোগান্তি

মঈন উদ্দীন ও শিমুল মাহমুদ: [২] নাটোরে করোনা সংক্রমণের হার ৩৮ শতাংশ থেকে বেড়ে ৬৭.৩০ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জের ৫৯ শতাংশ। রাজশাহীর দুইটি ল্যাবে মোট ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯৭ জনের করোনা পজেটিভ এসেছে। নমুনা অনুযায়ি শনাক্তের হার ৪১ দশমিক ৩০ শতাংশ।

[৩] এদিকে গত ৯ দিনের মধ্যে চারবার চলতি বছরের সর্বোচ্চ করোনা সংক্রমণ শনাক্তের ঘটনা খুলনা বিভাগে। গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন দুজন। চলতি বছরের মধ্যে এটাই এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

[৪] বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা–সংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, গত ৭ দিনে (১-৭ জুন) ২ হাজার ১২০ জনের অর্থাৎ প্রতিদিন গড়ে ৩০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই সময়ে মারা গেছেন ২৯ জন। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৭৯ জন (নগরে ৫৬ জন)। এ ছাড়া বাগেরহাটে ৩২ জন, যশোরে ১৬১, সাতক্ষীরায় ৫০, নড়াইলে ১৭, মাগুরায় ৬, মেহেরপুরে ১০, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে রয়েছেন ৮ জন করে এবং কুষ্টিয়ায় ৫৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

[৫] রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার একজন করে। এ পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৬০ জন। এর মধ্যে ৪২ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

[৬] সীমান্ত জেলার সিভিল সার্জনরা বলছেন, শহর এলাকায় মানুষ স্বাস্থ্যবিধি মানলেও গ্রাম অঞ্চলে এর প্রবনতা একবারে নেই। এছাড়া গত ২০ দিনে ৫৫ জন এবং ৫ মাসে পাচঁ শতাধিক অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি।

[৭] স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন জানিয়েছেন, খুলনা, রাজশাহী, যশোর, চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে, চাঁপাইনবাবগঞ্জে জরুরি রোগী ছাড়া যেন কাউকে ভর্তি নেওয়া না হয়, সে বিষয়ে বলা হয়েছে। প্রয়োজনে পুরো হাসপাতাল করোনা সেবায় ব্যবহার করা হবে। প্রান্তিক অন্য এলাকাগুলোতে তা-ই বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়