সুজিৎ নন্দী: [২] ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (প্রনিক) ফরিদ আহাম্মদ বলেছেন, আমরা ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছি। আর উন্নত বাংলাদেশ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা রাখবে আজকের তরুণ প্রজন্ম। কিন্তু তরুণ প্রজন্মকে সেভাবে গড়ে তুলতে হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা একান্ত জরুরি। এছাড়াও তাদেরকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে হবে।
[৩] সোমবার নগর ভবনের শীতলক্ষ্যা হলে ‘বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস’ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্লোবাল এলায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন-বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
[৪] শুধু উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত খাবার সরবরাহ নিরাপদ করলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, খাবার গ্রহণ প্রক্রিয়াও নিরাপদ রাখতে হবে। পাশাপাশি খাদ্যের খাদ্যমান নিয়েও আমাদের সচেতন থাকতে হবে। তবেই নিরাপদ খাদ্যের পরিপূর্ণ সুফল জনগণ ভোগ করবে।
[৫] ফরিদ আহাম্মদ আরও বলেন, মানসম্মত কাঁচা বাজারের সংকট কাটাতে নতুন আরও বেশ কটি আধুনিক কাঁচা বাজার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলোর নঁকশা ও ডিজাইন প্রণয়নের কাজ চলমান রয়েছে।