শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৮:০৯ রাত
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৮:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর যুবলীগ নেতার কিডনি প্রতিস্থাপনে ২৫ লাখ টাকা দিলো তার সহযোদ্ধারা

অহিদ মুুকুল : [২] নোয়াখালী জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান আওয়ামী লীগ নেতা সাঈদ মাহবুব পারভেজের কিডনি প্রতিস্থাপনের জন্য ২৫ লাখ টাকা সংগ্রহ করেছে জেলা যুবলীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা।

[৩] রোববার (৬ জুন) রাতে জেলা শহরের স্কাই ভিউ রেস্টুরেন্টে জেলা যুবলীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের এক জরুরি সভায় এ অর্থ সংগ্রহ করা হয়।

[৪] সাঈদ মাহবুব পারভেজের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য এ সভার আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, জেলা যুবলীগরে সাবেক সভাপতি আবু তাহের ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।

[৫] এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, শহর আওয়ামী লীগের সহসভাপতি কিশোর চন্দ্র শীল, জেলা ছাত্রলীগের আসাদজ্জামান আরমান, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনানসহ জেলা যুবলীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

[৬] বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা এখনো দুঃসময়ে-দুর্দিনে একে অপরের পরিপূরক হয়ে কাজ করতে পারেন মন্তব্য করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী নোয়াখালী জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমান আওয়ামী লীগ নেতা সাঈদ মাহবুব পারভেজ দীর্ঘদিন যাবৎ জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

[৭] চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। তাই জরুরি বৈঠকের মাধ্যমে নোয়াখালী জেলা যুবলীগ, ছাত্রলীগের সাবেক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকদের কাছ থেকে পারভেজের কিডনি প্রতিস্থাপনের জন্য ২৫ লাখ টাকার অর্থ যোগান করা হয়েছে।

[৮] তিনি বলেন, আগামী ৮ জুনের মধ্যে চাহিত টাকা সংগ্রহ হয়ে যাবে। তার পরই পারভেজের চিকিৎসা দ্রুত শুরু হবে। পারভেজের সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন আওয়ামী লীগের এই নেতা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়