শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ছুটি চেয়েছেন মুশফিক-তামিম

রাহুল রাজ: [২] এমাসের শেষে দিকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশে ত্যাগ করবে টিম বাংলাদেশ। সিরিজে তিনটি করে টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচের সাথে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিসিবির কাছে ছুটি চেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। করোনায় বায়ো বাবলে অবসাদের ক্লান্তি কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

[৩] প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আমরা এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি তবে তাদের এমন সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। তামিম ইকবাল ও মুশফিক টি-টোয়েস্ট সিরিজ খেলতে অনিহা প্রকাশে বিসিবির নবনিযুক্ত নির্বাচক আব্দুর রাজ্জাক বিষ্মীত ! তিনি জানান, এই দুইজনই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। এখনো তাদের পক্ষ থেকে লিখিত ভাবে বিসিবিকে কিছু জানানো হয়নি।

[৪] টি-টোয়েন্টি সিরিজে ছুটি চাইলেও ওয়ানডে সিরিজ ও একমাত্র টেস্টে খেলবেন মুশফিক ও তামিম। এদিকে গুঞ্জন আছে টেস্ট সিরিজ থেকে ছুটি নিতে পারেন সাকিব।

[৫] আগামী ৭ জুলাই একমাত্র টেস্ট। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো যথাক্রমে ১৬, ১৮ ও ২০ জুলাই এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়