শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০৯:৩১ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২১, ০২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে রোহিঙ্গারা কোভিড টিকা পাচ্ছে না

ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মানবাধিকার কর্মীরা বলছেন, রোহিঙ্গা ক্যাম্পে কোভিড ছড়িয়ে পড়ায় তাদের অবস্থা খুবই খারাপ। তাদের মানবিক সাহায্য প্রয়োজন। প্রেস টিভি

[৩] ক্যাম্পের রোহিঙ্গারা বেশিরভাগই দিন মজুরের কাজ করে। কোভিড লকডাউনের কারণে তারা কাজ পাচ্ছে না। এছাড়াও যারা বিভিন্ন পেশায় কাজ করতো কোভিডের কারণে তারা সেই কাজও হারিয়েছে। ফলে তারা ক্ষুধা, অনাহারসহ বিভিন্ন কষ্টে পড়েছে।

[৪] ভারত সরকারের পক্ষ থেকে ক্যাম্পের রোহিঙ্গাদের স্যানিটাইজার, খাবার কোনো কিছুই সরবরাহ করা হচ্ছে না।

[৫] অনেকেই আশঙ্কা করছেন, ভারত সরকার যদি তাদের দিকে দৃষ্টি না দেন। তারা যদি ঠিক মত কোভিডের চিকিৎসা না পায় তাহলে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক বিপর্যয় ঘটবে।

[৬] ২০১৭ সালে রাখাইনে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানের পর গত কয়েক বছরে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা জম্মুতে আশ্রয় নিয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন শহর ও অঞ্চলের বস্তিতে বসবাস করছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা। ধারণা করা হয় এদের বেশিরভাগেরই কোনও বৈধ কাগজপত্র নেই।

[৭] বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. নাজমুল হোসেন ডয়েচে ভেলেকে বলেন, রোহিঙ্গা ক্যাম্পের সব কিছু জাতিসংঘের তত্ত্বাবধানে হয়। জাতিসংঘ ভ্যাকসিন দিলে রোহিঙ্গাদের ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা আছে আমাদের। রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। তাদের বিনামূল্যে মাস্ক দেয়া হচ্ছে, হ্যান্ড স্যনিটাইজরের ব্যবস্থা করা হচ্ছে। সম্পাদনা : রাশিদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়