শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ১১:০২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২১, ১১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্টুনিস্ট কিশোরের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে মেডিকেল বোর্ড

নিউজ ডেস্ক: কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোরের শরীরে নির্যাতনের কোনো চিহ্ন পায়নি মেডিকেল বোর্ড। তিন সদস্যের মেডিকেল বোর্ড বলছে, কিশোরের শরীরে আঘাতের কোনো চিহ্ন নাই।

তবে এ বিষয়ে চূড়ান্তভাবে নিশ্চিত হতে এবং পরবর্তী মূল্যায়নের জন্য আরও তদন্ত প্রয়োজন রয়েছে। এই প্রতিবেদন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তাখানায় জমা রয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, মেডিকেল বোর্ডের রিপোর্ট দাখিল হয়েছে। তবে সেখানে কি আছে আমি বলতে পারব না। যখন রিপোর্ট আদালতে পেশ করা হবে তখন বলা যাবে।

গত ১০ মার্চ নির্যাতনের অভিযোগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন কার্টুনিস্ট কিশোর। ২০১৩ সালে প্রণীত নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে ওই মামলা করা হয়।

ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ কার্টুনিস্টের জবানবন্দি রেকর্ড করে মেডিকেল বোর্ড গঠনের আদেশ দেন। এরপরই গত ১৬ মার্চ কিশোরের স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ওই বোর্ডের সদস্যরা হলেন- নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক শেখ নুরুল ফাত্তাহ রুমি (প্রধান), মেডিসিন বিভাগের অধ্যাপক হাফিজ সরদার এবং অর্থোপেডিক এবং ট্রমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ফখরুল আমিন খান। এই বোর্ডের সদস্যরা কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করে আদালতে প্রতিবেদন জমা দেয়।

এদিকে মেডিকেল রিপোর্ট জমা হলেও পিবিআইয়ের তদন্ত এখনো শেষ হয়নি বলে জানা গেছে।

- ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়