শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তদের চিকিৎসায় উদ্যোগ নেওয়া হয়েছে: উপচার্য বিএসএমএমইউ

শাহীন খন্দকার: [২] অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেছেন, ইতোমধ্যে চক্ষু বিজ্ঞান, কমিউনিটি অফথালমোলজি, নাক কান ও গলা, নিউরোসার্জারিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে একটি কর্ণারও চালু করা হয়েছে বলে তিনি জানালেন।

[৩] উপচার্য বলেন, বাংলাদেশে দুই একজন রোগী ছাড়া ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তাই ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আমরা আতঙ্কিত হবো না, স্বাস্থ্যবিধি মেনে রোগটিকে প্রতিরোধ করবো।

[৪] শনিবার শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ অকুলোপ্লাস্টি সার্জনস সোসাইটি এর উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামে প্রধান অতিথীর বক্তব্যে তিনি একথা বলেন। এসময়ে তিনি অটোমেশন কার্যক্রম সর্ম্পকে তিনি বলেন, ওয়েব সাইট আপডেট, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আউটডোর রোগী ব্যবস্থাপনা ও রোগীদের ডাটাবেজ তৈরি ও সংরক্ষণে গুরুত্বারোপসহ অটোমেশন কার্যক্রম জোরদার করার আহবান জানান।

[৫] উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন অটোমেশন কার্যক্রমের আওতায় ইনডোর পেশেন্ট সাপোর্ট সিস্টেম, স্টুডেন্টস সাপোর্ট সিস্টেম চালুর উদ্যোগ নেওয়ার আহবান জানান। এসময়ে আরো বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, এ্যানেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান প্রমুখ। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়