শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তান দলে ফিরছেন আমির

স্পোর্টস ডেস্ক: [২] আমিরকে নিয়ে ঢের আলোচনা হয়েছে। মাত্র ২৮ বছর বয়সে কেউ যদি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন, তবে তো এ নিয়ে কথা উঠবেই। দলে ঠিক মূল্যায়িত হচ্ছেন না এমন অভিমানের মেঘ জমা করে বিদায় বলেছিলেন মোহাম্মদ আমির। এজন্য সমালোচনাও কম শুনেননি। শোয়েব আখতারের মতো বড় তারকা তুলোধুনো করেছিলেন তাকে। এমন কী আবেগ সরিয়ে রেখে জাতীয় দলে ফিরতেও বলেছিলেন। এবার সেই কথাই রাখছেন আমির।

[৩] অভিমান ভুলে আবারও জাতীয় দলে ফিরছেন এই পাকিস্তানি পেসার। তেমন ইঙ্গিত দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। এনিয়ে আমিরের সঙ্গে বোর্ড ব্রিটেনে আলাপ সেরে নিয়েছেন তিনি।

[৪] যদিও আমির ঠিক কবে ফিরতে পারেন এ নিয়ে কিছু না জানালেও দ্রুত তাকে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়াসিম খান বলেন, আমির এখনও পাকিস্তান দলের একজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য। আমরা ওর ও কোচদের (মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস) মধ্যে সমস্যার সমাধান করারই চেষ্টা করব। তবে আমি ওকে এটাও জানাই যে দলের সিনিয়র ক্রিকেটার হিসাবে ও যে পথ বেছে নিয়েছে, একদমই সঠিক নয়।

[৫] এটা অনেকেরই জানা, কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে মতবিরোধের জেরেই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন আমির। তবে তাকে ফেরাতে লড়ে যাচ্ছেন অনেকেই। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৪৭ ম্যাচে ২৫৯ উইকেট নিয়েছেন আমির। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়