শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ভূমি সেবা সপ্তাহ পালিত

আল আমীন: [২] ময়মনসিংহ জেলায় ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়। ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

[৩] অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

[৪] আলোচনায় ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগণকে উদ্বুদ্ধ ও আগ্রহী করা এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য ভূমি মন্ত্রণালয় ৬ জুন ২০২১ থেকে ১০ জুন পর্যন্ত ময়মনসিংহ জেলাসহ দেশব্যাপি ভূমি সেবা সপ্তাহ পালন করবে।

[৫] ভূমি উন্নয়ন কর অনলাইনে প্রদানের নিমিত্ত ভূমি মালিকগণের রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পাদন করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভূমি মন্ত্রণালয়ের অনলাইনে নামজারী কার্যক্রম বা ই-মিউটেশন, অনলাইনে খতিয়ান প্রাপ্যতা, ডিজিটাল ল্যান্ড রেকর্ড, অনলাইনে মৌজা ম্যাপের প্রাপ্যতা ও অনলাইনে শুনানীসহ সকল ধরণের ডিজিটাল ভূমি সেবা প্রদানের বিষয়গুলো ভূমি মালিকগণকে জানানোর জন্য পালিত হবে ভূমি সেবা সপ্তাহ।

[৬] জেলা প্রশাসক বলেন, ময়মনসিংহ জেলায় অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম চলমান রয়েছে। সরকারের রাজস্ব আদায়ের লক্ষ্য বাস্তবায়নে একযুগে কাজ করে যাচ্ছি। “অনলাইনে খাজনা দিব ঘরে বসে দাখিলা পাব”, ভূমি সেবা ডিজিটাল, বদলে গেছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার সদর উপজেলার ১৩টি ইউনিয়নে একযুগে স্থাপিত বুথের মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের কার্যক্রম শুরু হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়