স্পোর্টস ডেস্ক: [২] পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রীলঙ্কার অন্যতম শীর্ষ ঘরোয়া আসর লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) মাঠে গড়ানোর কথা ছিল ৩০ জুলাই। তবে আপাতত তা হচ্ছে না। করোনার কারণে আগস্ট পর্যন্ত এই আসর স্থগিত করা হয়েছে।
[৩] এ বছরের শেষ দিকে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সংযুক্ত আরব আমিরাতে বসবে স্থগিত হওয়া আইপিএলের আসর। ফলে লঙ্কান প্রিমিয়ার লিগের আয়োজন নিয়ে সমস্যায় পড়তে পারে লঙ্কান ক্রিকেট বোর্ড।
[৪] সেরকম হলে নভেম্বর-ডিসেম্বর উইন্ডোতে আয়োজিত হতে পারে এলপিএল। সেক্ষেত্রে বেশ কিছু বিদেশী ক্রিকেটারকে নাও পেতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো।
[৫] ২০২০ সালে লঙ্কান প্রিমিয়ার লিগের প্রথম আসর বসেছিল ২৬ শে নভেম্বর থেকে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত। পাঁচ দলের প্রথম আসরে ট্রফি নিজেদের ঘরে তুলেছিল জাফনা স্ট্যালিয়ন্স। - ক্রিকবাজ