শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২১, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুরুতর অসুস্থ প্রবীণ অভিনেতা দিলীপ কুমার হাসপাতালে ভর্তি

হ্যাপি আক্তার: গত এক বছরে বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। রোববার (৬ জুন) সকালে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান দিলীপ কুমার। শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গতবছরই করোনার কারণে নিজের ছোট দুই ভাইকে হারিয়েছেন ৯৮ বছর বয়সী দিলীপ কুমার।

[৩] তবে বর্তমান সময়ে দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করার প্রসঙ্গে স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, করোনা আবহে সংক্রমণ বাড়তে থাকার কারণে তিনি কারো সঙ্গেই দেখা করেননি। তাঁর শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকায়, তাঁকে আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে কয়েকদিন ধরেই তাঁর শ্বাসকষ্ট হওয়ার কারণে রোববার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে করোনা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়নি। রক্ত পরীক্ষার সঙ্গে অন্যান্য পরীক্ষানিরীক্ষাও করা হবে তাঁর।

[৪] করোনা ভাইরাস থেকে বাঁচতে অভিনেতা ট্যুইট করে জানালেন, ‘করোনার থাবা গোটা বিশ্বে ৷ এই সময়ে আমাদের সবাইকে সাবধানে ও সতর্ক থাকতে হবে ৷ আমার স্ত্রী সায়রা তাই কোনও ঝুঁকি নিলেন না ৷ আমাকে সবার থেকে আলাদা রাখা হচ্ছে ৷ ইনফেকশন থেকে বাঁচতেই এই পদক্ষেপ আমাদের।

[৫] ১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্ম মুহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের। চলচ্চিত্র জগতে ‘ট্রাজেডি কিং’ নামেই পরিচিত তিনি। ১৯৪৪ সালে ‘বম্বে টকিজ’-এর ব্যানারে‘জোয়ার ভাটা’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। তারপর দিয়ে গিয়েছেন একের পর এক হিট ছবি। সূত্র: বাংলা হান্ট, নিউজ১৮, এশিয়া নেট নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়