শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২১, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদে প্রস্তাবিত আগামী ২০২১- ২০২২অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনা আজ রোববার থেকে শুরু হয়েছে।

[৩] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় ২দিন বিরতির পর সংসদের মূলতবি বাজেট অধিবেশন শুরু হয়। সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ অধিবেশনে উপস্থিত রয়েছেন।

[৪] আজ প্রথম দিনে চলতি ২০২০-২১ অর্থ বছরের সম্পুরক বাজেটের উপর আলোচনা হবে। কাল সোমবার সম্পূরক বাজেট পাস হবে।

[৫] এদিকে, সংসদ সচিবালয়ের আইন শাখা সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে দেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশনে সর্বোচ্চ ২০ ঘন্টা সাধারণ আলোচনা চলতে পারে। ১০ দিনে পাস হবে বাজেট। করোনা সতর্কতার অংশ হিসেবে ইতোমধ্যে আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের তারিখ ও সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত সাধারণ আলোচনা চলবে। আগামী ৩০ জুন বাজেট পাস হবে। এরপর পহেলা জুলাই বাজেট অধিবেশন শেষ হতে পারে।

[৬] প্রসঙ্গত, গত ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে প্রস্তাবিত আগামী অর্থবছেরর বাজেট উত্থাপন করেন।

[৭] এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। টাকার অঙ্কে এই বাজেট চলতি অর্থবছরে মূল বাজেটের চেয়ে ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়