শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০২:৫৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২১, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সৌম্য!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। জাতীয় দল নির্ধারণী সূত্রে এমনই তথ্য জানা গেছে। দীর্ঘদিন ধরে ফর্মের সঙ্গে লড়ছেন বাঁ-হাতি এ পেস অলরাউন্ডার। টাইগারদের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি। এমনকি রানের দেখা পাচ্ছেন না ঘরোয়া ক্রিকেটেও।

সৌম্যর কপাল পুড়লেও সুখবর পেতে চলেছেন পেসার তাসকিন আহমেদ। সবশেষ চুক্তিতে ঠাঁই না পাওয়া এ ক্রিকেটার এবার দুই বলের চুক্তিতেই জায়গা পাচ্ছেন। নিষেধাজ্ঞা ভোগ শেষে ফেরায় থাকছেন সাকিব আল হাসানও। তার মতোই সব ফরম্যাটের চুক্তি হচ্ছে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সরঙ্গে। তবে মাহমুদউল্লাহ রিয়াদকে শুধু সাদা বলের চুক্তির জন্য বিবেচনা করা হচ্ছে।

অবশ্য সূত্র জানিয়েছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চাইলে লাল বলের চুক্তিতেও থাকবেন রিয়াদ। এর আগে রিয়াদকে টেস্ট দলের বাইরে রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি।

এদিকে সৌম্য সরকার বাদ পড়তে চললেও আরেক আলোচিত ক্রিকেটার লিটন দাসের ব্যাপারে কোনও সিদ্ধান্ত জানা যায়নি। মুস্তাফিজুর রহমান জায়গা হচ্ছে শুধু সাদা বলে। তরুণদের মধ্যে সাদা বলের চুক্তিতে জায়গা পাবেন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। নাজমুল হোসেন শান্ত শুধু টেস্টের বিবেচনায় থাকছেন। একইভাবে আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেনরাও মুমিনুল হকের সঙ্গে শুধু লাল বলের চুক্তিতে থাকবেন। আগামী বোর্ড সভায় নীতিনির্ধারকদের পক্ষে এমনই খসড়া দাখিল করা হবে বিসিবির কাছে।

বিসিবির গত বছরের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী লাল বলের চুক্তি ছিলেন- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী ও এবাদত হোসেন।

অন্যদিকে সাদা বলের চুক্তি ছিলেন- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখ। - সময় অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়