শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৮:৪৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ফিরেছে আয়ারল্যান্ড

রাহুল রাজ: [২] দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের সহজ জয়ে সিরিজে ফিরেছে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ১ রানে জয় পেয়েছিল নেদারল্যান্ড।

[৩] এদিন টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ডস। উদ্বোধনী জুটিতে দলটি পায় ৪৪ রান। টানা দুই বলে দুইটি উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন লিটল। হ্যাটট্রিক না পেলেও নেদারল্যান্ডসের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়েছেন। ৪৪ রানে টানা ২ উইকেট হারানোর পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। উদ্বোধনী জুটিই ছিল ইনিংসের সর্বোচ্চ জুটি।

[৪] লিটলের সাথে যোগ দেন ইয়ং। এই দুই আইরিশ বোলার ৪টি করে মোট ৮টি উইকেট শিকার করে নেদারল্যান্ডসের মেরুদণ্ড ভেঙে দেন। ১টি করে উইকেট পান অ্যান্ডি ম্যাককার্থি ও ম্যাকব্রাইন। নেদারল্যান্ডের ইনিংস থামে ১৫৭ রানে। নির্ধারিত ৫০ ওভারের ৪টি বল বাকি থাকতে অলআউট হয় দলটি। ডাচদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ম্যাক্স ওদাউদ।

[৫] রানের খাতা খোলার আগেই ফন বীকের বলে বোল্ড হন উইলিয়াম পোর্টারফিল্ড। ৯ রানে প্রথম উইকেট হারালেও কোনো বিপদে পড়তে হয়নি আয়ারল্যান্ডকে। দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবির্নি। ৬৪ বলে ৫২ রান করে বিদায় নেন স্টার্লিং।

[৬] অধিনায়ক বালবির্নি আয়ারল্যান্ডকে জিতিয়েই মাঠ ছাড়েন। ১২৭ বলে ৬৩ রানের ধীরগতির এক ইনিংস খেলেন তিনি। অপরপ্রান্তে হ্যারি টেক্টর অপরাজিত থাকেন ৫৯ বলে ৩০ রান করে। আয়ারল্যান্ড ৪২ বল হাতে রেখে পায় ৮ উইকেটের জয়। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়