শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘বাস্তুতন্ত্র পুনরুদ্ধার’ স্লোগানে বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘পরিবেশ দিবস’

লিহান লিমা: [২] ১৯৭৪ সাল থেকে প্রতিবছরের ৫ জুন বিশ্বজুড়ে পরিবেশ দিবস পালন করা হয়। এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘বাস্তুতন্ত্র পুনরুদ্ধার’। আয়োজক দেশ পাকিস্তান। এবারের প্রতিপাদ্যের মানে হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্রের ক্ষতি রোধ করা এবং প্রকৃতির বিপর্যয় পুনরুদ্ধার করা। ইউএননিউজ

[৩] বিশ্ব পরিবেশ দিবস ২০২১ (ডব্লিউইডি) এর ওয়েবসাইটে বলা হয়, প্রতি তিন সেকেন্ডে এই বিশ্ব একটি ফুটবল মাঠের সমপরিমাণ বনাঞ্চল হারাচ্ছে এবং গত এক দশকে মানুষ অর্ধেকেরও বেশি জলাভূমি ধ্বংস করেছে। ইতোমধ্যেই বিশ্ব ৫০ ভাগ প্রবাল প্রাচীর হারিয়েছে এবং যদি বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রী সেলসিয়ানের নিচেও রাখা হয় তারপরও ২০৫০ সালের মধ্যে ৯০ ভাগ প্রবাল হারিয়ে যেতে পারে।

[৪] কিভাবে স্বাস্থ্যকর অভ্যাস ও চর্চা গড়ে তোলার মধ্যে দিয়ে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করা যায় ও জৈববৈচিত্রের সুরক্ষা করা যায় তাই এবারের মূল বিষয়। জাতিসংগের প্রচারণায় আগামী এক দশকের মধ্যে কমপক্ষে ১০০ কোটি হেক্টর ক্ষতিগ্রস্ত ভূমি পুনরুদ্ধারের কথা বলা হয়, যা কি না চীনের সমপরিমাণ অঞ্চল।

[৫] বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা খুব শীঘ্রই এমন একটি বিন্দুতে পৌঁছাতে যাচ্ছি যেখান পিছপা হওয়ার কোনো উপায় নেই। বিশ্ব এই মুহুর্তে পরিবেশের তিন জরুরি অবস্থা ‘জীববৈচিত্র হ্রাস, জলবায়ু বিপর্যয় ও দূষণ বৃদ্ধি’র সম্মুখীন।’

[৬] গুতেরেস বলেন, ‘আমরা নিজেরাই আমাদের বাস্তুসংস্থানকে ধ্বংস করছি ও আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন উপাদান-খাদ্য, পানি ও সংস্থান থেকে নিজেদের বঞ্চিত করার ঝুঁকি তৈরি করছি। বিজ্ঞান বলছে, জলবায়ুর এই বিপর্যয়,পরিবেশ দূষণ ও প্রজাতির বিলুপ্তির মাধ্যমে আমরা যে মারাত্মক পরিণতির দিকে যাত্রা করছি তা এড়ানোর জন্য আমাদের কাছে আর মাত্র ১০ বছর রয়েছে। এটিই আমাদের চূড়ান্ত সুযোগ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়