শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সান্তাহার মৎস্য গবেষণা ইন্সটিটিউটে বিলুপ্ত বাতাসী মাছের কৃত্রিম প্রজননে সফলতা

মমতাজুর রহমান : [২] বগুড়ার সান্তাহারে মৎস্য গবেষনা ইন্সটিটিউটে দেশের বিলুপ্ত ছোট মাছ বাতাসী’র কৃত্রিম প্রজননে সফল হয়েছে। এখানকার প্লাবন ভুমি উপকেন্দ্রের বিজ্ঞানীরা চমকপদ সফলতা দেখিয়েছেন। সান্তাহার মৎস্য গবেষনা ইন্সটিটিউট এবং প্লাবন ভুমি উপকেন্দ্রের ইনচার্য উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ডেভিট রেন্টু দাস এই সফলতার বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে এবারই প্রথম বিলুপ্ত প্রায় ছোট মাছ বাতাসীর কৃত্রিম প্রজননে সফলতার ঘটনা ঘটল বলেও দাবী করেছেন ওই বিজ্ঞানী।

[৩] জানা গেছে, দেশে বিলুপ্ত ৬৪ প্রজাতির ছোট মাছের কৃত্রিম প্রজনন নিয়ে গবেষনার কাজ চলছে। এর আগে বাংলাদেশ মৎস্য গবেষনা ইন্সটিটউট এর প্রধান গবেষনাগার ময়মনসিংহে নলা মাছের কৃত্রিম প্রজননে সফলতা মেলে। সান্তাহার উপকেন্দ্রের ইনচার্য গবেষক দলের প্রধান ড. ডেভিট রেন্টু বলেন, এক বছর ধরে বিলুপ্ত বিভিন্ন প্রজাতির ছোট মাছের কৃত্রিম প্রজনন করা নিয়ে কাজ করে আসছি। বাতাসী’র এই সফললতা বিলুপ্ত বাতাসী মাছ চাষে মাঠ পর্যায়ের চাষিদের মধ্যে বিপুল চাহিদা দেখা দেবে এবং অবিলম্বে এ মাছের প্রাপ্যতা সহজলভ্য হবে বলে বিজ্ঞানিরা আশা করছেন।

[৪] তিনি জানান ৬ বছর পুর্বে তথ্য মোতাবেক বাংলাদেশের স্বাদু পানির আড়াই শতাথিক ছোট প্রজাতির মাছের মধ্যে ৬৪টি বিলুপ্ত প্রায়। এর মধ্যে ৩০টি বিপন্ন, ৯টি অতি বিপন্ন এবং ২৫ প্রজাতি বিপণ্যের পথে। বিজ্ঞানী ড. ডেভিট রেন্টু দাস বলেন, বিলুপ্ত প্রায় ছোট মাছ পুনরুদ্ধার করার জন্য ব্যাপক গবেষনা কাজ চলছে। বর্তমানে কাজলী, কাকিলা, গাঙ টেংরা, রানী ও পিয়ালীসহ ১৪ প্রজাতির বিলুপ্ত প্রায় ছোট মাছ নিয়ে গবেষনার কাজ চলছে।

[৫] কৃত্রিম প্রজননে সফল হওয়া বাতাসী মাছ বিষয়ে এই গবেষক বলেন, এই মাছটি পুষ্টি সমৃদ্ধ। খাবার উপযোগী প্রতি ১০০ গ্রাম বাতাসী মাছে পটাসিয়াম ৬১০ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৪০০ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ২০০ মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ ২০০ মিলিগ্রাম, আয়রন ৩৩ মিলিগ্রাম এবং জিংক সাড়ে ১৪ মিলিগ্রাম আছে। আর জিংক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এ কারনে তিনি বাতাসী মাছ খেতে পরামর্শ দিয়েছেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়