রাকিবুল রিফাত: [২] শুক্রবার নাইজেরিয়ার তথ্যমন্ত্রী লাই মোহাম্মদ রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টুইটার ব্যবহারের মাধ্যমে নাইজেরিয়ায় সংঘাত বাড়তে পারে এমন শঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[৩] তথ্য মন্ত্রণালয়ের দেওয়া একটি আলাদা বিবৃতিতেও টুইটারকে নিষিদ্ধের ব্যাপারে জানানো হয়। কত দিনের জন্য টুইটার ব্যবহার দেশটিতে নিষিদ্ধ থাকবে সে বিষয়ে কিছু জানায়নি দেশটির তথ্যমন্ত্রী। গার্ডিয়ান
[৪] এর আগে গত বুধবার নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির করা একটি পোস্ট সরিয়ে নেয় টুইটার। তার দুইদিনের মধ্যেই এমন সিদ্ধান্ত নিলো দেশটির সরকার। পোস্টটি সরানোর বিষয়ে টুইটার জানায়, সেটি সংঘাতমূলক ও টুইটারের নীতির পরিপন্থী হওয়ায় তা সরিয়ে নেওয়া হয়েছে।
[৫] নাইজেরিয়া সরকারের নেওয়া এমন সিদ্ধান্তের পর শুক্রবার টুইটার এক বিবৃতিতে বিষয়টিকে গভীর উদ্বেগজনক বলে আখ্যা দেয়। যদিও নাইজেরিয়ার তথ্য মন্ত্রণালয়ের বিবৃতির পরও টুইটার ব্যবহার করা যাচ্ছিলো দেশটিতে। সম্পাদনা: সুমাইয়া ঐশী
আপনার মতামত লিখুন :