শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৫:৫২ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজী ওয়াসিমুল হক: যদি আপনি দীর্ঘদিন বেকার থাকেন, তাহলে নিজেকেই আগে প্রশ্ন করুন, ঠিক কী কারণে আপনাকে আরেকজন চাকরি দেবে?

কাজী ওয়াসিমুল হক: বিলিভ ইট অর নট, দেশে এমন অনেক বেকার আছে, যারা বছরের পর বছর চাকরি খুঁজছে, কিন্তু বিডিজবসে সিভি আপলোড করার সময় পায়নি, হাজার-হাজার ভার্সিটি তরুণ আছে যারা আড্ডা মারার সময় পেলেও মাইক্রোসফট অফিসের বেসিক প্রোগ্রামগুলি শেখার সময় পায় না।

[১] ভবিষ্যতে তারা যখন চাকরি পায় না, তখন সব দোষ সরকার, অভিভাবক আর আগের জেনারেশনের। আর সিভি? আহাহাহা, সে এক বেদনা বিধুর কাব্য। সব সিভি ঘুরিয়ে ফিরিয়ে একই বয়ান, কাট-পেস্ট মারতে মারতে অন্যের বাবাকে নিজের বাবা বানিয়ে ফেলার কাহিনিও শোনা আছে।

[২] অদ্ভুত এক অরাজকতা চলছে দেশে, একদল বছরের পর বছর চাকরি পায় না আরেকদলকে হেড হান্ট করা হয়, সোজা বাংলায় চাকরি তাদের পেছনে দৌঁড়ায়।

[৩] কোম্পানিগুলো নবীনদের বেতন কম দেয় এই অভিযোগ সত্য, যেহেতু আমি কোম্পানি সাইডে কাজ করি, এ বিষয়ে কোম্পানিদের মনোভাব জানি, তারা মূলত দুই ভাবে চিন্তা করে, প্রথম এটিচ্যুড, এর কী এমন যোগ্যতা আছে যে বেশি দিতে হবে? সেকেন্ড এটিচ্যুড, এর মতো আরেকজন পাওয়া গেছে যে আরও কমে কাজ করবে, তাকেই নেওয়া যাক। আমরা নিজেরাই বা কী করি? একই জিনিস পাচ টাকা কমে পাওয়া গেলে সেটা কিনি না?

[৪] যারা কোম্পানিদের হৃদয়হীন ভাবছেন, আরে ভাই তারা এসেছেই ব্যাবসা করতে, দান-খয়রাত করতে না, তারা আপনাকে লুটবে, আপনি তাদের লুটবেন (মানে দুই পক্ষই একে অপরের কাছ থেকে সুবিধা নেবে, তারা বেতন দেবে, আপনি সার্ভিস দেবেন) দুই পক্ষই যখন উইন-উইন লুটোলুটি করতে পারবে কেবল তখনই চাকরি হবে আর টিকবে।

[৫] যদি আপনি দীর্ঘদিন বেকার থাকেন, তাহলে নিজেকেই আগে প্রশ্ন করুন, ঠিক কী কারণে আপনাকে আরেকজন চাকরি দেবে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়