শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তান দলে প্রথমবার আজম খান

স্পোর্টস ডেস্ক: [২] তিন ফরম্যাটের সিরিজ খেলতে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে পাকিস্তান। প্রায় দুই মাসের এই সফরে দল দুটির বিপক্ষে ৩টি ওয়ানডে, ৮টি টি-টোয়েন্টি এবং ২টি করে টেস্ট খেলবে তারা। এই দুই সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

[৩] যেখানে চারজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ফিরিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকরা। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা আজম খান। অভিজ্ঞদের মধ্যে ওয়ানডে দলে পুনরায় ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান হারিস সোহেল। আর টি-টোয়েন্টির জন্য দলে ফিরেছেন ইমাদ ওয়াসিম। টেস্ট দলের জন্য পুনরায় বিবেচিত হয়েছেন মোহাম্মদ আব্বাস এবং নাসিম শাহ। সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

[৪] তিন ফরম্যাটের জন্য পাকিস্তান দল- ওয়ানডে : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হারিস সোহাইল, হাসান আলী, ইমাম উল হক, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি ও উসমান কাদির।

[৫] টি-টোয়েন্টি : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আরশাদ ইকবাল, আজম খান, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শার্জিল খান ও উসমান কাদির।

[৬] টেস্ট : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সাউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শাহনাওয়ার দাহানি, ইয়াসির শাহ ও জাহিদ মাহমুদ। - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়