শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ১১:১১ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি মাসেই অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের কাছে ২ কোটি টিকা চেয়েছে সরকার

শাহীন খন্দকার: [২] এশিয়ার ১৬টি দেশকে ৭০ লাখ ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ করা হবে এবং ওই দেশগুলোর মধ্যে বাংলাদেশের নাম উল্লেখ করেছে হোয়াইট হাউজ। যুক্তরাষ্ট্রের টিকা পাবে বাংলাদেশসহ এশিয়া, উত্তর ও ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলোও এ মাসেই টিকা পাবে বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ।

[৩] বৃহস্পতিবার (৩ জুন) হোয়াইট হাউজ এক ঘোষণায় জানায় অন্তত আট কোটি ডোজ টিকা জুন মাসে তারা বিভিন্ন দেশকে সরবরাহ করবে। এরমধ্যে প্রথম ধাপে আড়াই কোটি ডোজ বণ্টনের পরিকল্পনার কথা জানানো হয়েছে।

[৪] বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে রাজি যুক্তরাষ্ট্র: সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রীএই আড়াই কোটির মধ্যে এক কোটি নব্বই লাখ কোভ্যাক্সের মাধ্যমে বণ্টন করা হবে এবং বাকি ৬০ লাখ যুক্তরাষ্ট্র নিজে বিভিন্ন দেশকে দেবে। কোভ্যাক্স হচ্ছে একটি বহুপাক্ষিক অ্যালায়েন্স। এর মাধ্যমে বিভিন্ন দেশকে একটি মেকনিজমে টিকা সরবরাহ করা হয়।সুত্র বাংলা ট্রিবিউন। বিবৃতিতে বলা হয়, ‘ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ফিলিপিন্স, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান ও প্যাসিফিক আইল্যান্ড ৭০ লাখ টিকা পাবে।’ তবে কোন দেশ কত ভ্যাকসিন পাবে সেটি উল্লেখ করা হয়নি।

[৫] বিভিন্ন উৎস থেকে টিকা কেনার চেষ্টা সরকারের বিবৃতি আরও বলা হয়, যুক্তরাষ্ট্র মোট আট কোটি ডোজের ২৫ শতাংশ নিজেরাই বণ্টন করবে এবং বাকিটা কোভ্যাক্সের মাধ্যমে দেওয়া হবে। যেসব দেশে কোভিড দ্রুত ছড়িয়ে পড়েছে, ওইসব দেশের প্রতিবেশী দেশগুলো এবং অন্য দেশ যারা যুক্তরাষ্ট্রের কাছে টিকা চেয়েছে তারা ২৫ শতাংশ টিকা পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়