শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২১, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানির স্তর বাড়ছে বন্যাপ্রবণ নদ-নদীগুলোর

নিউজ ডেস্ক: দেশের বন্যাপ্রবণ প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়ছে। তিস্তার পানি আবারও বিপৎসীমা ছুঁইছুঁই করছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে পানি বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে বন্যার কোনো আভাস এখন পর্যন্ত নেই।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা শুক্রবার (৪ জুন) স্থিতিশীল হতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়ছে, যা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি সমতল বাড়ছে, যা আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

পদ্ম, ব্রহ্মপুত্র, তিস্তা, সুরমা, মেঘনা, যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করলে দেশে বড় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। গত কয়েক বছর ধরে টানা মধ্য ও দীর্ঘমেয়াদি বন্য পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এসব নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করায়। আর এসব নদ-নদীর পানি দ্রুত বাড়ে সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলগুলোতে বর্ষণ বেশি হলে।

পাউবো জানিয়েছে, গত কয়েক দিন ধরে আসামে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এদিকে, দেশের অভ্যন্তরেও বর্ষণ বাড়ছে। টানা ভারী বর্ষণ হলে বন্যার শঙ্কা থেকে যায়।

পাউবোর পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০১টি পয়েন্টের মধ্যে বৃহস্পতিবার ৪১টিতে পানির সমতল বেড়েছে। কমেছে ৫৩ টি পয়েন্টের পানির সমতল। অপরিবর্তিত আছে ছয়টি পয়েন্টের পানি, একটির তথ্য পাওয়া যায়নি। - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়