শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী‌তে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উদযাপন উপল‌ক্ষে ছাত্র-ছাত্রী‌দের মাঝে দুধ ও টি শার্ট বিতরণ

মোঃ ইউসুফ মিয়া : [২] জেলা প্রা‌ণিসম্পদ দপ্ত‌রের আ‌য়োজ‌নে প্রা‌ণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এ‌ল,‌ডি,‌ডি,‌পি)র সহ‌যো‌গিতায় বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ ২০২১ উদযাপন উপল‌ক্ষে জেলার বি‌ভিন্ন এ‌তিম ও মাদ্রাসার ছাত্র ছাত্রী‌দের‌কে দুধ ও টি র্শাট বিতরণ করা হ‌য়ে‌ছে।

[৩] বৃহসপ‌তিবার দুপু‌রে রাজবাড়ী শহ‌রের বি‌নোদপুর নতুন পাড়া জা‌মিয়াতুসসুন্নাহ জ‌য়েনউ‌দ্দিন হা‌ফি‌জিয়া মাদ্রাসা ও এ‌তিমখানায় জেলা প্রা‌ণিসম্পদ অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হকের প‌রিচালনায় বি‌নোদপুর নতুন পাড়া জা‌মিয়াতুসসুন্নাহ জ‌য়েনউ‌দ্দিন হা‌ফি‌জিয়া মাদ্রাসা ও এ‌তিম ছাত্র-ছাত্রী‌দের ও শিক্ষক‌সহ প্রায় ২শত ৫০জন ছাত্রছাত্রী ও মাদ্রসার শিক্ষকদের বিতরণ করা হ‌য়ে‌ছে।

[৪] অপর‌দি‌কে শহ‌রের বি‌নোদপু‌রে রাজবাড়ী সরকারী শিশু সদন প‌রিবা‌রে প্রায় ১শত শিক্ষাথরঈ‌দের মা‌ঝে ১‌টি ক‌রে টি শার্ট ১ পে‌কেট দুধ বিতরণ করা হ‌য়ে‌ছে ।

[৫] এসময় ছাত্রছাত্রী‌দের মা‌ঝে বিতরণকা‌লে উপ‌স্থিত ছি‌লেন বি‌নোদপুর নতুন পাড়া জা‌মিয়াতুসসুন্নাহ জ‌য়েনউ‌দ্দিন হা‌ফি‌জিয়া মাদ্রাসার প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি মোঃ জ‌য়েনউ‌দ্দিন মোল্লা,মাদ্রাসার প‌রিচালক হা‌ফেজ মাওলানা মোঃ জহিরুল ইসলাম,সহকারী শিক্ষক হাফেজ মোঃ মাছুম‌বিল্লাসহ প্রমূখ।

[৬] রাজবাড়ী জেলা প্রা‌ণিসম্পদ অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক জানায় ,সারাবিশ্বজুড়ে দুধ একটি স্বীকৃত পুষ্টিকর খাবার। এ কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষ‌কে নিয়মিত দুধ পান করার পরামর্শ দেয়। দুধে আছে ক্যালসিয়াম, যা হাড় ও দাঁতের গঠনের জন্য জরুরি। দুধের আমিষ শরীরে শক্তি জোগায়। দুধ মানুষের শরীরে পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন ডি, ভিটামিন বি১২, ভিটামিন এ, জিংকসহ নানা ধরনের পুষ্টি উপাদানের জোগান দেয়।

[৭] পুষ্টিবিদরা বলছেন, করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবকালে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে নিয়মিত দুধের মতো পুষ্টিকর খাবার খাওয়া দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী একজন মানুষের দৈনিক গড়ে ২৫০ মিলিলিটার দুধ পান করা উচিত। কিন্তু তার চেয়ে অনেক কম দুধ পান করে বাংলাদেশের মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়