শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৬:০৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২১, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবার বিএসএমএমইউতে এমফিল, এমএড, ডিপ্লোমা, পিএসএম, এমপিএইচ’র ভর্তি পরীক্ষা: উপচার্য

শাহীন খন্দকার: [২] অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে চলতি বছর জুলাই সেশনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজ, মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) ও সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজে। এমফিল পিএসএম ও এমপিএইচ ভর্তি পরীক্ষা শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একই দিন বিকাল ৩টা ৩০ মিনিট হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

[৩] তিনি আরও বলেন, জুলাই ২০২১ সেশনে মেডিসিন অনুষদে ১৫২৯ জন, সার্জারি অনুষদে ৩২৯৯ জন, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সাইন্স অনুষদে ৭৫৪ জন, ডেন্টাল অনুষদে ২০৯ জন, প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদে ৬১৬ জন এবং শিশু অনুষদে ৭৪৩ জনসহ মোট ৭১৫০ জন পরীক্ষার্থী অংশ নিবেন।

[৪] ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর নির্দেশনায় ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষার সম্পন্ন করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. ইফতেখার আলম ও অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুল হাকিম। পরীক্ষার ফলাফল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

[৫] এছাড়াও উপাচার্য বৃহস্পতিবার উচ্চতর মেডিক্যাল শিক্ষা সংক্রান্ত বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন। এসময় উপচার্যের সঙ্গে প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. এ এইচ এম তৌহিদুল আলম, উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহকারী অধ্যাপক ডা. মো. রাসেল উপস্থিত ছিলেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়