শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে অবৈধ পণ্য তৈরির কারখানায় অভিযান, আটক ৪

হারুন-অর-রশীদ: [২] সদর উপজেলার কানাইপুর এলাকার বসু নর সিংহদিয়ায় নামী-দামী কোম্পানীর নামে পণ্য তৈরির অবৈধ কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ওই কারখানায় প্রস্তুতকৃত কয়েটিক পণ্য ও চার শ্রমিককে আটক করা হয়েছে।

[৩] বুধবার সন্ধ্যায় জেলার বিএসটিআই ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করে।

[৪] বৃহস্পতিবার (৩ মে) বিকেলে জেলার গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সুনীল কুমার কর্মকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

[৫] জেলার বিএসটিআই এর সহকারী পরিচালক ফিরোজ আহম্মেদ জানান, ফরিদপুর জেলা গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে তারা বসু নরসিংহদিয়ার জহির হোসেনের কারখানায় অভিযান পরিচালনা করে। এসময় তারা কারখানায় দেশের বিভিন্ন নামী দামী কোম্পানীর নামে উৎপাদিত পণ্য তৈরি করতে দেখে। যার বিএসটিআই এর কোন অনুমতিপত্র নেই। তিনি আরো জানান, ভয়াবহ কেমিক্যাল মিশ্রিত এসব শিশু খাদ্য পণ্য দেহের জন্য মারাত্বক ক্ষতি করে।

[৬] গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সুনীল কুমার কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা কারখানায় অভিযান চালিয়ে অবৈধ শিশু খাদ্য জব্দ ও চার শ্রমিককে আটক করেছে। তবে কারখানার মালিক পালাতক রয়েছে বলেও তিনি জানান। এখন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়