শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরহানউদ্দিনে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পইনের অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মনিরুজ্জামান: [২] ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তপতী চৌধুরীর সভাপতিত্বে তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।,বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন,ভিটামিন 'এ' শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষাই করে না, ভিটামিন 'এ' শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।

[৪] বাংলাদেশে ভিটামিন 'এ'-এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরের দুইবার অর্থাৎ ছয় মাস অন্তর অন্তর জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন করে থাকে।

[৫] মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান সাদী জানান,এ উপজেলায় ২১৬ টি অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ৬ মাস - ১১ মাস বয়সী ৩৭৮০ জন এবং ১২ মাস - ৫৯ মাস বয়সী ২৮ হাজার ২ শত ৪০ জন শিশুকে প্রতি সপ্তাহে ৪ দিন করে ভিটামিন এ খায়ানো হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডাঃ মোঃ মাসুম,ডাঃ মশিউর রহমান সাদী,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়