শিরোনাম
◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পটিয়ায় বিএসটিআই কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

মোহাম্মদ শাহজাহান: [২] চট্টগ্রামের পটিয়ায় বিএসটিআই কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে বাবু চৌধুরী নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ।

[৩] বুধবার (২ জুন) রাতে ধলঘাট ক্যাম্প এলাকার একটি বেকারি থেকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করে। আটক ব্যক্তি পটিয়া পৌর সদরের ৪নং ওয়ার্ডের মৃত মনির আহমদের পুত্র।

[৪] বেকারির মালিক মোঃ রিফাত চৌধুরী বাদি হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে বাবু চৌধুরীসহ (৩১) পটিয়া উপজেলার মোজাফফ্রাবাদ গ্রামের আবুল কাসেম বৈদ্যের পুত্র আগুন চৌধুরীকে (২৫) আসামী করা হয়েছে। বুধবার সকালে পুলিশ বাবু চৌধুরীকে আদালতে প্রেরণ করলে আদালত তাঁকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

[৫] অভিযোগ সূত্রে জানা গেছে, বাবু চৌধুরী, আগুন চৌধুরী ও অজ্ঞাত ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে গত ২০ এপ্রিল ধলঘাট ক্যাম্প বাজার এলাকার রহমান বেকারিতে বিএসটিআই-এর কর্মকর্তা পরিচয়ে গিয়ে বেকারির কাগজপত্র খুঁজতে থাকে এবং নোংরা পরিবেশ ও বিভিন্ন কাগজপত্র না থাকার অজুহাতে জরিমানা ভয় দেখিয়ে ২০ হাজার টাকা আদায় করে চলে যায়। তাঁর ধারাবাহিকতায় বাবু চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় গিয়ে পুনরায় চাঁদা দাবি করলে সন্দেহবশত দোকান মালিক এলাকার ইউপি সচিব ও মেম্বারকে খবর দেন। জিজ্ঞাসাবাদে সে ভুয়া প্রমাণিত হলে তাঁকে মারধর করে আটকে রাখে।পুলিশ খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত বাবু চৌধুরী পৌরসভা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পটিয়ার সহ-সভাপতি ও ভোক্তাধিকার এর কর্মকর্তা পরিচয় দিতেন। দৈনিক দেশ বার্তা ও দৈনিক আজকের সূর্যোদয় পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবেও নিজেকে পরিচয় দিয়ে আসছেন। বাবু চৌধুরী থানায় গিয়ে সাংবাদিক পরিচয়ে নিজের ফায়দা লুটাতো। সে একজন প্রতারক ও ভন্ড প্রকৃতির চরিত্রের মানুষ হিসেবে পরিচিত। তাঁর মুখের মিষ্টি ব্যবহার দিয়ে মানুষদের মন জয় করতো। সে বিভিন্ন এলাকার সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে চাঁদাবাজি করেছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

[৬] পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম মজুমদার বলেন, বিএসটিআই-এর কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে গণধোলায়ের স্বীকার হয় এবং তাঁকে আটক করে রেখে থানা পুলিশকে খবর দেয়। তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়। গতকাল বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়