শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১২:৫৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২১, ০১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে চেয়ারম্যানের বাড়িতে সিঅ্যান্ডএফ কর্মচারী'র আত্মহত্যা

রিয়াজুর রহমান: [২] চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী সৈয়দ আহমদের চেয়ারম্যানের বাড়িতে কাস্টমস ক্লিয়ারেন্স অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন (সিঅ্যান্ডএফ) এর জিহাদী হাসান (২০) নামে এক কর্মচারী সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।

[৩] বুধবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সুলতান কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।জিহাদীকে হাসপাতালে নিয়ে আসা মো. নবী আলম জানান, গ্রামের বাড়িতে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জিহাদীর। বিকেলে মেয়েটির সঙ্গে কথা-কাটাকাটি হয়।

[৪] এরপর বিকেল ৫টা পর্যন্ত অফিসে কাজ করেছেন তিনি। অফিস থেকে বাসায় ফিরে বিকেল সাড়ে ৫টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

[৫] জিহাদী হাসান যশোর জেলার বেনাপোল পোট থানার বেনাপোল পৌরসভার এক নম্বর ওয়ার্ড হাজীপুর মেহেরুল্লাহ মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে। তিনি এনএম ইন্টারন্যাশনাল কাস্টমস ক্লিয়ারেন্স অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাসোসিয়েশন (সিঅ্যান্ডএফ) কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

[৬] চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, রাত সাড়ে ৯টার দিকে আত্মহত্যা করা এক যুবককে হাসপাতালে আনা হয়। এ অবস্থায় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়