শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০৬:৩৩ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত অব্যাহত রাখবে ইসরায়েল বললেন নতুন মোসাদ প্রধান

রাশিদুল ইসলাম : [২] চলতি ভিয়েনা সংলাপে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়ে সমঝোতা অর্জন করা সম্ভব হলেও ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করার চেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের নয়া প্রধান ডেভিড বার্নি। ইসরায়েলি পত্রিকা ইয়াদিউত ‘আহারোনোত’ বার্নির বরাত দিয়ে এ খবর দিয়েছে।

[২] ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি দিয়ে বার্নি বলেন, এব্যাপারে ইসরায়েল আন্তর্জাতিক নীতি বা বিশ্ব সমাজের অনুসৃত পথ অবলম্বন করবে না কারণ, এ ব্যাপারে হিসাবে ভুল করলে তার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে না।

[৩] ডেভিড বার্নি বলেন, ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক চলমান সংলাপে বিশ্ব শক্তিগুলো যদি ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছায় তাহলেও ইসরায়েল তেহরানের পরমাণু কর্মসূচির বিরোধিতা অব্যাহত রাখবে। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি মোসাদের দিন-রাতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

[৪]মোসাদের পরিচালক দাবি করেন, পাশ্চাত্যের সঙ্গে সমঝোতা হোক বা না হোক ইরান নিরবচ্ছিন্নভাবে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।

[৫] ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী ফতোয়া দিয়ে ও দেশটির সংসদ আইন করে পারমানবিক অস্ত্র তৈরি নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে চিকিৎসা ও অন্যান্য প্রযুক্তিগত উন্নয়নে শুধুমাত্র বেসামরিক কাজে ইরানের পারমানবিক কর্মসূচি পরিচালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের কাছেই পারমানবিক অস্ত্র আছে। এছাড়া, গত ৭০ বছরে এই দখলদার শক্তি কয়েক লাখ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়