শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুলনায় ইভটিজিংয়ের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড

শরীফা খাতুন : [২] খুলনার হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে রকি (৩২) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

[৩] বুধবার দুপুর ২ টার দিকে খুলনার সরকারি হাজী মুহম্মদ মুহসিন কলেজের এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

[৪] ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা বলেন, মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খালিশপুরে সরকারি মহসিন কলেজে রকি সঙ্গে এক মেয়ের সাথে বাকবিতন্ডা হতে দেখি। সেখানে ওই মেয়ের বান্ধবীও ছিল। সেখানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকরা উপস্থিত ছিলেন। পুলিশকেও সংবাদ দেওয়া হয়। আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি রকি ইভটিজিং করেছে। রকি নিজেও তার দোষ স্বীকার করেন এবং অনুতপ্ত হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

[৫] তিনি বলেন, অভিযুক্ত রকির দোষ স্বীকার করায় কলেজের অধ্যক্ষের উপস্থিতিতে ৫০৯ ধারা মোতাবেক তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের কারাদন্ড প্রদান করে রকিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়