শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে ৫০ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি :  [২] হঠাৎ করেই সাতক্ষীরায় করোনা সংক্রমন উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৪ জনের করোনা পরীক্ষা শেষে ৫০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

[৩] এনিয়ে জেলায় আজ বুধবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৯৮ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৪৭ জন। এদিকে, ভাইরাসটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন দুই নারী।

[৪] এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন আরো অন্ততঃ দুই শতাধিক মানুষ।

[৫] মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী আমেনা খাতুন (৬৪) ও শ্যামনগর উপজেলার বিড়ালক্ষী গ্রামের ইদ্রিস সানার স্ত্রী মাকছুদা খাতুন (৪৭)।

[৬] সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তিনি আরো জানান, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কমে গেছে। মাস্ক পরতে তারা চরম উদাসীন। এ কারনে দিস দিন সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে জেলাকে লকডাউন দেয়ার পরামর্শ তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়