শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি কলেজ শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ, আবেদন করা যাবে বছরে তিনবার

শরীফ শাওন: [২] শিক্ষা মন্ত্রণালয় জানায়, নির্ধারিত মাসের ১৫ দিনের মধ্যে শুধুমাত্র অনলাইনে এ আবেদন করা যাবে।

[৩] বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত নীতিমালায় বলা হয়, প্রভাষক ও সহকারী অধ্যাপক জানুয়ারি, মে ও সেপ্টেম্বরে এবং সহযোগী অধ্যাপক ও অধ্যাপকরা ফেব্রুয়ারি, জুন ও অক্টোবরে এ আবেদন করতে পারবেন। শুধু মাত্র গুরুতর শারীরিক, মানসিক ও পারিবারিক প্রয়োজন ছাড়া চাকরির ২ বছর পূর্ণ হওয়ার আগে প্রভাষকরা এ আবেদন করতে পারবেন না। অন্যান্য শিক্ষক কর্মকর্তাদের জন্য এ সময়সীমা ৩ বছর।

[৪] তবে স্মামী বা স্ত্রীর কর্মস্থলে বা নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনে বিশেষ বিবেচনা করা হবে। অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর পূর্বে সুবিধামত স্থানে বদলির আবেদন করলে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে।

[৫] কোন কর্মকর্তা দপ্তর, অধিদপ্তর বা সংস্থায় ৩ বছরের বেশি থাকতে পারবে না। প্রকল্পের ক্ষেত্রে তা বাস্তবায়নকাল পর্যন্ত সময়সীমা হবে। এসকল স্থান থেকে অন্য দপ্তর, অধিদপ্তর বা সংস্থায় বদলির আগে ন্যূনতম ৩ বছর কলেজে কর্মরত থাকতে হবে।

[৬] অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বদলির ক্ষেত্রে অধ্যাপক পদমর্যাদার চাকুরিকাল ২০ বছর হতে হবে। সহযোগী অধ্যাপক পদমর্যাদায় বদলিতে কমপক্ষে ১৫ বছর চাকুরিকাল হতে হবে। অধ্যাপকদের ক্ষেত্রে এসএসসিইএম এবং সহযোগি অধ্যাপকদের ক্ষেত্রে এসিইএম প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। অফিস ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, প্রকিউরম্যান্ট ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ থাকলে পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। সন্তোষজনকভাবে উপাধ্যক্ষ পদের দায়িত্ব পালন করেছেন এমন ও প্রশাসনিক কাজের দক্ষতা বিবেচনায় কর্মকর্তাদের অধ্যক্ষ পদে অগ্রাধিকার দেওয়া হবে।

[৭] নীতিমালায় জানানো হয়, সরকার জনস্বার্থে যে কোন সময় বদলি বা পদায়ন করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়