শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৪:২৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি কলেজ শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ, আবেদন করা যাবে বছরে তিনবার

শরীফ শাওন: [২] শিক্ষা মন্ত্রণালয় জানায়, নির্ধারিত মাসের ১৫ দিনের মধ্যে শুধুমাত্র অনলাইনে এ আবেদন করা যাবে।

[৩] বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত নীতিমালায় বলা হয়, প্রভাষক ও সহকারী অধ্যাপক জানুয়ারি, মে ও সেপ্টেম্বরে এবং সহযোগী অধ্যাপক ও অধ্যাপকরা ফেব্রুয়ারি, জুন ও অক্টোবরে এ আবেদন করতে পারবেন। শুধু মাত্র গুরুতর শারীরিক, মানসিক ও পারিবারিক প্রয়োজন ছাড়া চাকরির ২ বছর পূর্ণ হওয়ার আগে প্রভাষকরা এ আবেদন করতে পারবেন না। অন্যান্য শিক্ষক কর্মকর্তাদের জন্য এ সময়সীমা ৩ বছর।

[৪] তবে স্মামী বা স্ত্রীর কর্মস্থলে বা নিকটস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনে বিশেষ বিবেচনা করা হবে। অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার এক বছর পূর্বে সুবিধামত স্থানে বদলির আবেদন করলে পদ শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে।

[৫] কোন কর্মকর্তা দপ্তর, অধিদপ্তর বা সংস্থায় ৩ বছরের বেশি থাকতে পারবে না। প্রকল্পের ক্ষেত্রে তা বাস্তবায়নকাল পর্যন্ত সময়সীমা হবে। এসকল স্থান থেকে অন্য দপ্তর, অধিদপ্তর বা সংস্থায় বদলির আগে ন্যূনতম ৩ বছর কলেজে কর্মরত থাকতে হবে।

[৬] অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বদলির ক্ষেত্রে অধ্যাপক পদমর্যাদার চাকুরিকাল ২০ বছর হতে হবে। সহযোগী অধ্যাপক পদমর্যাদায় বদলিতে কমপক্ষে ১৫ বছর চাকুরিকাল হতে হবে। অধ্যাপকদের ক্ষেত্রে এসএসসিইএম এবং সহযোগি অধ্যাপকদের ক্ষেত্রে এসিইএম প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। অফিস ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, প্রকিউরম্যান্ট ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ থাকলে পদায়নে অগ্রাধিকার দেওয়া হবে। সন্তোষজনকভাবে উপাধ্যক্ষ পদের দায়িত্ব পালন করেছেন এমন ও প্রশাসনিক কাজের দক্ষতা বিবেচনায় কর্মকর্তাদের অধ্যক্ষ পদে অগ্রাধিকার দেওয়া হবে।

[৭] নীতিমালায় জানানো হয়, সরকার জনস্বার্থে যে কোন সময় বদলি বা পদায়ন করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়