শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে পল্লী চিকিৎসকে জবাই করে হত্যাচেষ্টা

এস এম সাব্বির :[২] গোপালগঞ্জে সন্তোষ বিশ্বাস (৫৫) নামে এক পল্লী চিকিৎসকে জবাই করে হত্যা চেষ্টা চালিয়েছে শংকর কুমার পাটারী (২২) নামের এক যুবক। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে পল্লী চিকিৎসকের নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। গুরুতর আহত সন্তোষ বিশ্বাস গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই পুলিশ শংকরকে গ্রেফতার করেছে।

[৩] হাসপাতালে বিছানায় সন্তোষ বিশ্বাস বলেন, ওই রাতে প্রতিবেশি স্বপন পাটারীর ছেলে শংকর শ্বাসকষ্টের জন্য ওষুধ নিতে বাড়িতে আসে। সে আমার পুরোনো রোগী। আমি দরজা খুলে ব্যাগ থেকে ওষুধ দিতে গেলে সে আচমকা পিছন থেকে আমার গলায় ছুরি চালায়। দ্বিতীয়বার ছুরি চালাতে গেলে আমি তাকে ঠেকানোর চেষ্টা করি এবং শোর-চিৎকার করি।

[৪] প্রতিবেশিরা ছুটে এলে শংকর দ্রুত পালায়। গলায় মারাত্মক জখম অবস্থায় প্রতিবেশীরা আমাকে হাসপাতালে ভর্তি করে। তিনি আরো বলেন, কয়েকদিন আগে আমি ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা তুলেছিলাম। আমাকে হত্যা করে ওই টাকা লুটে নেয়াই তাদের উদ্দেশ্য ছিল বলে আমার ধারণা।

[৫] সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, ঘটনার পর শংকরকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সন্তোষের গাছ থেকে আম পেড়ে খাওয়ায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিট করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে শংকর এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় গ্রাম ডাক্তারের বড় ভাই সুরেশ বিশ্বাস বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়