শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের বড়লেখায় পানের জুম দখল ও ধ্বংস, অসহায় শতাধিক খাসিয়া

স্বপন দেব:[২] সেন্দাই পঃ প্লেতের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জিতে। গত শুক্রবার (২৮ মে) সকালের দিকে বনাখলাপুঞ্জির কয়েকটি জুম দখলের ঘটনা ঘটে। মঙ্গলবার পর্যন্ত ৫ দিন পার হলেও দখলদারদের ভয়ে পুঞ্জির লোকজন তাদের পান জুমে যেতে পারছেন না।

[৩] তাই বড়লেখার ছোটলেখা চা-বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে মলিন মুখে বসে আছেন খাসিয়া সম্প্রদায়ের নারী-পুরুষ। তাদেরকে দেখেই বুঝা গেল অনেকটা উদ্বেগ-উৎকন্ঠায় আছেন তারা।

[৪] সেন্দাই পঃ প্লেত নামের একজন খাসিয়া বললেন, ‘খুব দুশ্চিন্তায় আছি। আজকে ৫ দিন হইছে সন্ত্রাসীরা আমার জুম দখল করছে। তারা মোটা চাঁদা দাবি করছে। আমরা গরীব মানুষ পানচাষ করি জীবন চালাই। অত টাকা কই পাইতাম। জুমেও যাইতে পারি না, ভয়ে ভয়ে থাকি। এরা অস্ত্র নিয়া ধাওয়া দেয়।

[৫] গাছের পান না থাকায় বাজার হাট বন্ধ। ঘরে তো তেমন খরচ নাই কিছু। খুব কষ্টে আছি। এখন প্রশাসন যদি আমার জুম তাড়াতাড়ি উদ্ধার করে দিতো আমরা চিন্তামুক্ত থাকতাম। পুলিশের বড় স্যার আইছন দেখি তাইন কিতা করইন।’
মঙ্গলবার (১ জুন) বিকেলে পুঞ্জির ৩৬টি খাসিয়া পরিবারের লোকজন জড়ো হন ছোটলেখা চা-বাগান ব্যবস্থাপকের বাংলোর সামনে।

[৬] এখানে তাদের সাথে কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর। তিনি দ্রুত তাদের জুম উদ্ধার ও দোষীদের আইনের আওতায় নেওয়ার আশ্বাস দেন।এসময় বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ, স্থানীয় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।

[৭] পুঞ্জির বাসিন্দা ও চা-বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ছোটলেখা চা-বাগান কর্তৃপক্ষ চা চাষের জন্য ১ হাজার ৯৬৪ দশমিক ৫০ একর টিলাভূমি সরকারের কাছ থেকে ইজারা নেয়। পরে তারা ২৭২ একর জমি খাসিয়াদের কাছে সাব লিজ দেন। ২০০৭ সালে খাসিয়ারা ওই জমিতে বনাখলাপুঞ্জি নামে বসতি স্থাপন করে। এরপর সেখানে পান চাষ শুরু করে।

[৮] পুঞ্জিতে বর্তমানে প্রায় ৩৬টি খাসিয়া পরিবারের দেড় শতাধিক সদস্য থাকে। প্রতিটি পরিবারের আলাদা পানের জুম আছে। গত ২৮ মে বোবারথল এলাকার আব্দুল বাছিত, পিচ্চি আমির, লেছই মিয়ার নেতৃত্বে ৪০-৫০ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুঞ্জিতে ঢুকে তিনটি পানের জুমের দখল করে নেন। এ সময় তারা সেখানে একটি অস্থায়ী ঘরও নির্মাণ করে। তখন জুমে থাকা খাসিয়াদের তারা তাড়িয়ে দিয়ে বলে এক সপ্তাহের মধ্যে তাদেরকে ১০ লাখ চাঁদা না দিলে তারা জুমে প্রবেশ করতে পারবে না।

[৯] এই ঘটনায় পুঞ্জির নারী মান্ত্রী (পুঞ্জি প্রধান) নরা ধার ও ছোটলেখা বাগানের প্রধান টিলা করণিক মো. দেওয়ান মাসুদ রোববার থানায় পৃথকভাবে দুটি মামলা করেন।বনাখলাপুঞ্জির পুঞ্জির মান্ত্রী নরা ধার বলেন, ‘আমরা নিরীহ মানুষ। পান চাষ করে সংসার চালাই। জুম দখল করে চাঁদা দাবি করেছে। আবার হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। জুমে যাইতে দিচ্ছে না। পুলিশের সার্কেল অফিসারসহ অনেক আইছেন। তারা বলেছেন ব্যবস্থা নেবে। আমরা খুব কষ্টে আছি। দ্রুত জুম উদ্ধার না হলে আমরা খাব কি, চিন্তায় আছি।’

[১০] বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি এবং মানবাধিকার সংস্থা অভিযানের প্রোগ্রাম অফিসার তামলিমন বাড়ে বলেন, ‘একটি পুঞ্জির জুম দখল, আরেকটি পুঞ্জির সহস্রাধিক পান গাছ কাটা দুটোই কিন্তু পরিকল্পিত ঘটনা। নিন্দা জানানোর ভাষা জানা নেই। এরকম ঘটনা আগেও ঘটেছে। দুর্বৃত্তরা এরকম ঘটনা করে খাসিয়াদের ভয় দেখাচ্ছে।

[১১] যাতে তারা এলাকা ছেড়ে চলে যায়। আমরা প্রশাসনের কাছে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি করছি। এছাড়া দ্রুত সময়ে দখল হওয়া পান জুম উদ্ধার করে খাসিয়াদের বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বলেন, ‘অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল), সহকারী কমিশনার (ভূমি) বড়লেখাসহ আমরা ঘটনাস্থলে যাই।

[১২] আমরা বনাখলাপুঞ্জির খাসিয়াদের সাথে কথা বলেছি। এই ঘটনায় দুটি মামলা হয়। একটি চাঁদাবাজি আরেকটি গাছ চুরি ও জায়গা দখলের। দখলদারদের অন্যত্র সরিয়ে নিতে স্থানীয় চেয়ারম্যান ২৪ ঘন্টা সময় নিয়েছেন। যদি তিনি সরাতে না পারেন তাহলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বিজিবিসহ যৌথভাবে আইনি প্রক্রিয়ায় তাদের উচ্ছেদ করা হবে। খাসিয়াদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়