শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ১২:৫৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্পেনে ধর্ষকের পুরুষাঙ্গ কেটে দিলেন বাংলাদেশি নারী

ডেস্ক রিপোর্ট: স্পেনের একটি বার থেকে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ওই নারীর দাবি, মালিক তাকে ধর্ষণের চেষ্টা চালানোর সময় ছুরি দিয়ে তিনি হামলা চালান। দেশে রূপান্তর

ওই নারীর পরিচয় খুঁজতে গিয়ে দেখা গেছে, তিনি বাংলাদেশি প্রবাসী। বার্সেলোনার কাছে সান্ট আন্দ্রেউ দে লা বার্সা এলাকার একটি বারে মঙ্গলবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে।

স্পেনের একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে, নারীর বয়স ৩০ বছরের মতো। তিনি নিজেই থানায় গিয়ে ধরা দেন। ততক্ষণে বারের মালিক হাসপাতালে যান অপারেশনের জন্য।

স্প্যানিশ দৈনিক এআরএ জানিয়েছে, অভিযুক্ত পুরুষের অপারেশন সফল হয়েছে কি না, সে বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।

স্পেনের অন্য একটি গণমাধ্যমে ওই পুরুষকেও বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় করানো হয়েছে। পুলিশ বলছে, তিনি পাকিস্তানি নাগরিকও হয়ে থাকতে পারেন।

দেশটির এক সাংবাদিক এই প্রতিবেদককে একটি ভিডিও পাঠিয়েছেন। সেখানে ওই নারীর চেহারা বোঝা যাওয়ায় ভিডিওটি প্রকাশ করা হল না।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী দাবি করছেন যৌনহামলা থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে তিনি এই কাজ করেছেন।

ওই সাংবাদিক জানিয়েছেন, থানায় ভুক্তভোগী নারী বলেছেন তাকে একাধিকবার ধর্ষণ করেছেন বারের মালিক। মঙ্গলবার আবার তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করতে যান তিনি।

মোসোস ডি এস্কুড্রা পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই নারীকে বুধবার সকালের দিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি নিজের মালিক সম্পর্কে যে দাবি করেছেন, সে বিষয়ে তদন্ত চলছে। তিনি এখন হাসপাতালে। কথা বলার মতো যথেষ্ট সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে।

পুলিশের ওয়েবসাইটে দেয়া তথ্য থেকে জানা গেছে, বেলভিটজ নামের একটি পাবলিক হাসপাতালে চিকিৎসা চলছে ওই ব্যক্তির।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়