শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২১, ১২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব ও পদক বাতিলের সিদ্ধান্ত জানিয়ে শীঘ্রই গেজেট প্রকাশ হবে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আনিস তপন: [২] বুধবার (২ জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের এ কথা জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সিদ্ধান্ত হয়ে গেছে, এখন গেজেট আকারে প্রকাশ করা হবে। প্রকাশ করলেই জানা যাবে। তাই গেজেট প্রকাশের আগে কোনো মন্তব্য করতে চাই না।

[৩] ক্যাপ্টেন নূর চৌধুরী (বীর বিক্রম ), মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম), রাশেদ চৌধুরী (বীর প্রতীক) ও মোসলেহ উদ্দিন খান (বীর প্রতীক)।

[৪] জিয়ার খেতাব বাতিলের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ তথ্য-উপাত্ত দিয়ে প্রমাণ করতে হবে। জিয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে হলে প্রমাণ সাপেক্ষে নিতে হবে। কারণ, বিষয়টি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। তখন সেখানে প্রমাণ করতে হবে।

[৫] চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিলের সুপারিশ করা হয়।

[৬] এর আগে মন্ত্রী জানিয়েছেন, যেহেতু তারা আদালত থেকে দণ্ডিত হয়েছে। তাই তাদের এসব খেতাব বাতিল করা হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়, এই খুনের নেপথ্যে রয়েছেন জিয়াউর রহমান। তাই তারও খেতাব বাতিলের দাবি জানিয়েছে দলটি।

[৭] গত বছরের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব স্থগিত করেন হাইকোর্ট। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়