শিরোনাম
◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ ◈ আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি ◈ ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ ◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৭:২২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই থেকে দিনে ১ কোটি ভারতীয় নাগরিককে টিকা দেওয়া হবে

রাশিদুল ইসলাম : [২] ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দেশটিতে কোভিড টিকার কোনো ঘাটতি নেই। আইসিএমআর-র ডিজি বলরাম ভার্গব জানিয়েছেন, ভারত সরকার ডিসেম্বরের মধ্যে সব ভারতীয় নাগরিককে টিকা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত মোট ১২ শতাংশ ভারতীয় নাগরিক টিকার প্রথম ডোজ পেয়েছেন। এবং মাত্র ৩.৪ শতাংশ পেয়েছেন উভয় ডোজ। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, মোদি সরকার ১ মে পর্যন্ত কেবল ৩৪ কোটি টিকার অর্ডার দিয়েছে, তাহলে বাকী ভ্যাকসিন কোথা থেকে আসবে?’ ভারতে এ পর্যন্ত ২১ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।

[৪] মঙ্গলবার সকালে হায়দ্রাবাদে এসে পৌঁছায় স্পুটনিক-ভি’র ৩০ লাখ ডোজ। এদিন মোট ৫৬.৬ টন টিকা ভারতে এসেছে। এই টিকা মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়।

[৪] এদিকে কোভিড চিকিৎসায় গুড়ো ওষুধ ২-ডিজি বাজারে এনেছে ডিআরডিও। এক প্যাকেটের দাম ৯৯০ রুপি। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে এই ওষুধটি হাসপাতালে ভর্তি করোনা রোগীকে দ্রুত সুস্থ করে তুলছে এবং শ্বাসকষ্ট দূর করছে। এটি পানিতে মিশিয়ে খেতে হয়।

[৫] ভারতে মে মাসে করোনায় মারা গেছে ১.২ লাখ মানুষ। এ পর্যন্ত মৃত্যু ঘটেছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনের মৃত্যু হয়েছে। মে মাসে ৯২.৮৪ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ভারতে এ পর্যন্ত মোট ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৬২৯ জন। বর্তমানে ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়