শিরোনাম
◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি ◈ বাংলাদেশে আগ্নেয়াস্ত্র লাইসেন্স: কীভাবে পাবেন, কী কী শর্ত মানতে হবে?

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৭:২২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই থেকে দিনে ১ কোটি ভারতীয় নাগরিককে টিকা দেওয়া হবে

রাশিদুল ইসলাম : [২] ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দেশটিতে কোভিড টিকার কোনো ঘাটতি নেই। আইসিএমআর-র ডিজি বলরাম ভার্গব জানিয়েছেন, ভারত সরকার ডিসেম্বরের মধ্যে সব ভারতীয় নাগরিককে টিকা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত মোট ১২ শতাংশ ভারতীয় নাগরিক টিকার প্রথম ডোজ পেয়েছেন। এবং মাত্র ৩.৪ শতাংশ পেয়েছেন উভয় ডোজ। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, মোদি সরকার ১ মে পর্যন্ত কেবল ৩৪ কোটি টিকার অর্ডার দিয়েছে, তাহলে বাকী ভ্যাকসিন কোথা থেকে আসবে?’ ভারতে এ পর্যন্ত ২১ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।

[৪] মঙ্গলবার সকালে হায়দ্রাবাদে এসে পৌঁছায় স্পুটনিক-ভি’র ৩০ লাখ ডোজ। এদিন মোট ৫৬.৬ টন টিকা ভারতে এসেছে। এই টিকা মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়।

[৪] এদিকে কোভিড চিকিৎসায় গুড়ো ওষুধ ২-ডিজি বাজারে এনেছে ডিআরডিও। এক প্যাকেটের দাম ৯৯০ রুপি। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে এই ওষুধটি হাসপাতালে ভর্তি করোনা রোগীকে দ্রুত সুস্থ করে তুলছে এবং শ্বাসকষ্ট দূর করছে। এটি পানিতে মিশিয়ে খেতে হয়।

[৫] ভারতে মে মাসে করোনায় মারা গেছে ১.২ লাখ মানুষ। এ পর্যন্ত মৃত্যু ঘটেছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনের মৃত্যু হয়েছে। মে মাসে ৯২.৮৪ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ভারতে এ পর্যন্ত মোট ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৬২৯ জন। বর্তমানে ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়