শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৭:২২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই থেকে দিনে ১ কোটি ভারতীয় নাগরিককে টিকা দেওয়া হবে

রাশিদুল ইসলাম : [২] ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দেশটিতে কোভিড টিকার কোনো ঘাটতি নেই। আইসিএমআর-র ডিজি বলরাম ভার্গব জানিয়েছেন, ভারত সরকার ডিসেম্বরের মধ্যে সব ভারতীয় নাগরিককে টিকা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত মোট ১২ শতাংশ ভারতীয় নাগরিক টিকার প্রথম ডোজ পেয়েছেন। এবং মাত্র ৩.৪ শতাংশ পেয়েছেন উভয় ডোজ। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, মোদি সরকার ১ মে পর্যন্ত কেবল ৩৪ কোটি টিকার অর্ডার দিয়েছে, তাহলে বাকী ভ্যাকসিন কোথা থেকে আসবে?’ ভারতে এ পর্যন্ত ২১ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।

[৪] মঙ্গলবার সকালে হায়দ্রাবাদে এসে পৌঁছায় স্পুটনিক-ভি’র ৩০ লাখ ডোজ। এদিন মোট ৫৬.৬ টন টিকা ভারতে এসেছে। এই টিকা মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়।

[৪] এদিকে কোভিড চিকিৎসায় গুড়ো ওষুধ ২-ডিজি বাজারে এনেছে ডিআরডিও। এক প্যাকেটের দাম ৯৯০ রুপি। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে এই ওষুধটি হাসপাতালে ভর্তি করোনা রোগীকে দ্রুত সুস্থ করে তুলছে এবং শ্বাসকষ্ট দূর করছে। এটি পানিতে মিশিয়ে খেতে হয়।

[৫] ভারতে মে মাসে করোনায় মারা গেছে ১.২ লাখ মানুষ। এ পর্যন্ত মৃত্যু ঘটেছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনের মৃত্যু হয়েছে। মে মাসে ৯২.৮৪ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ভারতে এ পর্যন্ত মোট ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৬২৯ জন। বর্তমানে ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়