শিরোনাম
◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৭:২২ সকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই থেকে দিনে ১ কোটি ভারতীয় নাগরিককে টিকা দেওয়া হবে

রাশিদুল ইসলাম : [২] ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দেশটিতে কোভিড টিকার কোনো ঘাটতি নেই। আইসিএমআর-র ডিজি বলরাম ভার্গব জানিয়েছেন, ভারত সরকার ডিসেম্বরের মধ্যে সব ভারতীয় নাগরিককে টিকা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এ পর্যন্ত মোট ১২ শতাংশ ভারতীয় নাগরিক টিকার প্রথম ডোজ পেয়েছেন। এবং মাত্র ৩.৪ শতাংশ পেয়েছেন উভয় ডোজ। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৩] কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, মোদি সরকার ১ মে পর্যন্ত কেবল ৩৪ কোটি টিকার অর্ডার দিয়েছে, তাহলে বাকী ভ্যাকসিন কোথা থেকে আসবে?’ ভারতে এ পর্যন্ত ২১ কোটি ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।

[৪] মঙ্গলবার সকালে হায়দ্রাবাদে এসে পৌঁছায় স্পুটনিক-ভি’র ৩০ লাখ ডোজ। এদিন মোট ৫৬.৬ টন টিকা ভারতে এসেছে। এই টিকা মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়।

[৪] এদিকে কোভিড চিকিৎসায় গুড়ো ওষুধ ২-ডিজি বাজারে এনেছে ডিআরডিও। এক প্যাকেটের দাম ৯৯০ রুপি। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে এই ওষুধটি হাসপাতালে ভর্তি করোনা রোগীকে দ্রুত সুস্থ করে তুলছে এবং শ্বাসকষ্ট দূর করছে। এটি পানিতে মিশিয়ে খেতে হয়।

[৫] ভারতে মে মাসে করোনায় মারা গেছে ১.২ লাখ মানুষ। এ পর্যন্ত মৃত্যু ঘটেছে ৩ লাখ ৩১ হাজার ৮৯৫ জনের মৃত্যু হয়েছে। মে মাসে ৯২.৮৪ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। ভারতে এ পর্যন্ত মোট ২ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪ জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৬২৯ জন। বর্তমানে ১৮ লাখ ৯৫ হাজার ৫২০ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়