শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৫:২৩ সকাল
আপডেট : ০২ জুন, ২০২১, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবল ট্রেনিং একাডেমীতে জুয়ার আসর , আটক ১৯ জন জুয়াড়ি

রাজু চৌধুরী: চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামস্থ “চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমী”তে প্রতিদিন চলে জুয়ার আসর। সেই আসরে পুলিশি অভিযানে একাডেমীর অফিস থেকে ১৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১জুন) সন্ধ্যা সাতটার দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সিএমপির সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মোঃ মুজাহিদুল ইসলাম। অভিযানে টিম কোতোয়ালীতে আরো ছিলেন ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন, ইন্সপেক্টর অপারেশনস মোঃ জাবেদ উল ইসলাম, এসআই মোমিনুল হাসান, এসআই মোঃ রবিউল ইসলাম, এসআই মোঃ মিজানুর রহমান চৌধুরী, এএসআই অনুপ কুমার বিশ্বাস এএসআই সাইফুল আলম, এএসআই রনেশ বড়ুয়া কনস্টেবল ইব্রাহিম, মংসুজাই মারমা, এবং মোঃ রবিউল ইসলাম। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৮ প্যাকেট তাস এবং আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৬ লাখ ৭৫ হাজার একশ টাকা জব্দ করে ।

আটককৃতরা হলেন, মো. ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম (৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), মো. হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মো. মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মোঃ মনছুর (৩০), মো. কাইয়ুম (৪০), মো. মুসলিম উদ্দীন (৩৮), মো. রানা (৪০), মো. বাবুল (৩৫), মো. জসীম উদ্দীন (৩৮), মো. রুবেল উদ্দীন (৩২) ও মো. এমরান উদ্দীন (৫০)। এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে দীর্ঘদিন ধরে বাইরে পাহারা বসিয়ে ভেতরে জুয়ার আসর বসিয়ে টাকার বিনিময়ে তাস খেলে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটককৃত ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের এবং পরবর্তীত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি নেজাম উদ্দীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়