শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ১২:২৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২১, ১২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীপুর প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ঘোষণা

মোতাহার খান: গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ আগামী ১৫,১৬ ও ১৭ জুন। মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৯ জুন। মনোনয়নপত্র বাছাই ২১ জুন ও প্রত্যাহারের শেষ তারিখ ২২ জুন। প্রতীক বরাদ্দ ২৪ জুন।

শ্রীপুর প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সালাম রানা ও নির্বাচন কমিশনার সোলায়মান মোহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, সভাপতি, সিনিয়র সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৪ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অন্য পদগুলো হলো যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার ও প্রকাশনা সসম্পাদক, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রিড়া ও সমাজ কল্যাণ সম্পাদক, এবং কার্যনির্বাহী সদস্য এক, দুই ও তিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়