শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ১০:৩৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ১০:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরের রাজৈরে জোড়া খুনের মামলা নিষ্পত্তির জন্য নিজ দলের ভ্যান চালককে হত্যা, গ্রেপ্তার-৩

আকাশ আহম্মেদ সোহেল: উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামের চাঞ্চল্যকর ভ্যান চালক সালাম শেখ (৫০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই গ্রামের জুলফিকার খালাসী ও বাবুল মুন্সী খুনের মামলা মিমাংসা করার জন্য এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানান মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল।

গ্রেপ্তারকৃতরা হলো- রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের মোস্তফা মুন্সীর ছেলে পূর্বের জোড়া খুন মামলার আসামি সেরজন মুন্সী (৪৫), একই গ্রামের ছলেমান খালাসীর ছেলে বর্তমান হত্যা মামলার এজাহার নামীয় আসামী ছরোয়ার খালাসী (৬০) ও এলাজউদ্দিন মুন্সীর ছেলে রিপন মুন্সী (৪৭)।

(০১ জুন) মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল জানান, তথ্য-প্রযুক্তির ব্যবহার, তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে সেরজনকে গ্রেপ্তার করা হয়। পরে সে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি দেয়। সেরজনের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে আসামি রিপনকে গ্রেপ্তারকরা হয়। এবং মামলার এজাহার নামীয় ৩৭নং আসামী ছরোয়ারকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গত ১০ জানুয়ারী ২০২০ইং তারিখে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনা ঘটে। মামলাটি তদন্ত শেষে সিআইডি ৮৬ জন আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরে আপোষ করতে না পেরে আসামীরা বাদী পক্ষকে ঘায়েল করার জন্য নিজেদের দলের লোক সালামকে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে হত্যা করেছে। জবানবন্দি ও প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার পূর্বক আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের আয়নাল শেখ গ্রুপের সাথে সুকুর আলী খালাসি গ্রুপের দীর্ঘদিন যাবত দ্বন্দ চলে আসছে। এর আগে দু-গ্রুপের সংঘর্ষে সুকুর আলী খালাসি গ্রুপের দুইজন নিহতের ঘটনায় আয়নাল ও তার দলের ৮৬ জনকে গ্রেপ্তার করে এবং তারা উক্ত ঘটনার দুইদিন আগে জেল হাজত থেকে জামিনে আসে।

এরই জের ধরে গত ২৩ মে আনুমানিক রাত ৯ টার সময় হোসেনপুর-কবিরাজপুর সড়কের বাইর পুকুর ব্রীজের পার্শ্বে রাস্তার উপরে আয়নাল গ্রুপের লোক সালাম শেখকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরে প্রতিপক্ষ সুকুর আলী গ্রুপের ৪১ জনের নামে রাজৈর থানায় একটি হত্যা মামলা রুজু করে বসতবাড়িতে ভাংচুর ও লুটপাট চালায় সুবিধাবাদিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়