শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পাসপোর্ট দালালচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

রুবেল মজুমদার : [২] মঙ্গলবার দুপুরে কুমিল্লার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে পাসপোর্ট দালাচক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় পাসপোর্ট ও নথি জব্দ করা হয়। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব।

[৩] র‌্যাব জানায়, র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দলগোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নোয়াপাড়া ও শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাসপোর্ট দালাল চক্রের সাতজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের মো. কানু মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (২৫), নোয়াপাড়া গ্রামের জিন্নাহ এর ছেলে নিয়াজ মোর্শেদ পল্লভ (২৩), মনোহরপুর (রাজেশ্বরী কালিবাড়ি) গ্রামের সতীশ চন্দ্রর ছেলে রতন চন্দ্র (৩৮), শাসনগাছা (ওয়াপদা রোড) গ্রামের আবুল কাশেমের ছেলে মো. গোলাম সারোয়ার (৩৬), তিতাস থানার বাতাকান্দি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে শাহাবুদ্দিন (৫০), দেবিদ্বার থানার বইশেরকোট গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. মনিরুল ইসলাম (৩০) ও কোতয়ালি থানার অলিপুর উত্তর পাড়া গ্রামের মৃত কাজী আব্দুল খালেকের ছেলে কাজী আবু আল ফেরদৌস (৫৫)।

[৫] আসামিদের দখল থেকে মোট ১০৩ টি পাসপোর্ট, নগদ তিন লাখ সাতাত্তর হাজার আটশ টাকা,পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারি স্লিপ ও নকল সিলমোহর উদ্ধার করা হয়।

[৬] র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেপ্তারকৃত আসামিরাসকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবত পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেটের অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের কাছে টাকা জমা দিলে তারা নকল সিলমোহর ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়